বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ম্যাচ শুরু হয়। ভারী বর্ষণের কারণ মাঠে পানি জমে যায়। যার কারণে মাঠে খেলা শুরু হলেও বল ঠিকভাবে পাস করা সম্ভব হচ্ছিলো না। ফলে বল পাসিং কিংবা রানিংয়ের সময়ও খেলোয়াড়দের জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছিলো। এই নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এমন রেজাল্টের পর ভেজা মাঠকে দায়ী করেন এই ফুটবল জাদুকর।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের অক্টোবর উইন্ডোতে আজ (শুক্রবার) প্রথম ম্যাচ ছিলো আর্জেন্টিনার। ইস্তাদিও মনুমেন্তাল দে মাতুরিনে স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে মেসির আর্জেন্টিনা। এদিন ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ভারী বৃষ্টি হয়েছিলো। যার ফলে ম্যাচ শুরু হতেও দেরি হয়েছে। দেরিতে ম্যাচ শুরু হলেও মাঠে ছিলো প্রচুর পানি। ফলে ফুটবলারদের পড়তে হয়েছে চরম বিপাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আজকের ম্যাচটা জঘন্য ছিলো। এভাবে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জের। ম্যাচের উজ্জ্বলতা নষ্ট করে দেয় এমন পরিস্থিতি।’
ভেজা মাঠে বল পাসিং এবং রানিং করতে কতটা কষ্ট করতে হয়েছে সে বিষয়ে মেসি বলেন,’আমি পর পর দুটো পাস দিতে পারিনি। বিরতির পর কিছুটা সম্ভব হলেও সেভাবে খেলতে পারিনি আমরা।’
মেসির সাথে সহমত পোষণ করে তার সতীর্থ ডি পল বলেন, ‘আমরা আসলে নিজেদের সহজাত ফুটবলটা খেলতে পারিনি।’
মাঠে নিজেদের পরিকল্পনা কেমন ছিলো সেটা নিয়ে মেসি বলেন, ‘আমরা যেমন পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিলাম তেমনভাবে খেলতে পারিনি। ফলে ভেজা মাঠে নিজেদের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের লক্ষ্য ছিলো জয় নিয়ে মাঠ ছাড়া কিন্তু আমরা ম্যাচটা টাই করেছি। বল পাসিংয়ে যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু ভেজা মাঠে পুরোটা শেষ করতে পারিনি। ভেজা মাঠে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই খেলার চেষ্টা করেছি।
উল্লেখ্য ৯ ম্যাচে ৬ জয়, ২ হার এবং ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়, ৫ ড্র এবং ২ হারে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে ভেনেজুয়েলা।
আরো পড়ুন : মুস্তাফিজের পর ঢাকা ক্যাপিটালসের শিবিরে যুক্ত হলেন তামিম
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/এসআর