Connect with us
ক্রিকেট

ম্যাচ হারের কারণ নিয়ে যা বললেন মিরাজ

mehdi hasan mirza
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বোলিং তোপে শুরু থেকেই চাপে ছিলো আফগানিস্তান। শঙ্কা ছিলো ২০০ পার হবে কি না আফগানদের। তবে মোহাম্মদ নবীর দৃঢ়তায় শেষ পর্যন্ত আফগান ইনিংস থামে ২৩৫ রানে। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু ১৩১ রানে ৩ উইকেটের পতন ঘটলে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। পরে মাত্র ১২ রান যোগ করতেই অলআউট হয়ে যায় ১৪৩ রানে।

প্রথম ওয়ানডেতে ৯২ রানে হারের পর সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আগামীকাল (শনিবার) ২য় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজে সমতায় ফিরতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই আজ প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে প্রথম ওয়ানডেতে পরাজয়ের অন্যতম কারণ শারজাহর পিচের অদ্ভুত আচরণ।

আজ (শুক্রবার) দুবাইতে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি আর শান্ত ব্যাট করার সময় পিচ স্বাভাবিকই ছিলো। তেমন টার্ন নিচ্ছিলো না। খেলা যত গড়িয়েছে বল তত নরম হতে শুরু করেছে এবং বল তত বেশি টার্ন করা শুরু করে।’

এসময় মিরাজ আরও বলেন যে, ‘দেখেন আমি আর শান্ত ব্যাটিংয়ে সেট হওয়ার পরও ধুঁকতেছিলাম। তখন আমি শান্তকে বলেছিলাম যে আমরা সেট ব্যাটসম্যান হয়ে যেহেতু কষ্ট করছি সেহেতু বিষয়টা পরের ব্যাটাদের জন্য আরও কষ্টের হবে। আমাদের দুজনের মধ্যে কাউকে ধরে খেলতে হতো এবং ম্যাচ শেষ করে আসা উচিত ছিল।’

আফগানদের উদীয়মান স্পিনার গজনফার ৬ উইকেট নিয়ে বাংলাদেশ একাই ধসিয়ে দিয়েছেন। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।

যদিও মিরাজ বলেন, ‘উইকেটের অদ্ভুত আচরণের কারনেই হারতে হয়েছে ম্যাচটা। বল কখন সোজা যাবে আর কখন টার্ন করবে সেটা বুঝতে না পারার কারণেই এই ব্যাটিং ধস।’

উল্লেখ্য সিরিজ জিততে এবং হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এরই মাঝে ইনজুরিতে পড়ে মুশফিকের ছিটকে যাওয়া বাংলাদেশকে কিছুটা চাপে রাখবে।

আরো পড়ুন : মুশফিককে ঘিরে আরও একটি দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট