Connect with us
ক্রিকেট

মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মিরাজ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এক বিরল আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম। যা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে অনেক আলোচনা। বিরল এই আউট নিয়ে এবার কথা বলছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘দেখেন এই আউটটা ইচ্ছাকৃতভাবে হয়নি। খেলার ফ্লোতে হয়ে গেছে। জেনেশুনে কেউ এভাবে আউট হতে চায় না। ফ্লোতে খেলার সময় এমনটা হয়েছে।’

ঢাকা টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার কাপ্তান শান্ত। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের স্পিন ভেল্কির সামনে দাড়াতেই পারছিলোনা শান্ত-জয়রা। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দলের ভিত্তি মজবুত করছিলেন মুশফিকুর রহিম। দু’জনের অর্ধশত রানের জুটিতে দল কিছুটা ভালো অবস্থানে যাচ্ছিলো।

তার কিছুক্ষণ পরই ইনিংসের ৪১ তম ওভারে ব্যাটিংয়ের সময় মুশফিকের ব্যাটে লেগে বল ঘুরতে ঘুরতে পপিং ক্রিজের বাইরে যাওয়া অবস্থায় হাত দিয়ে সরানোয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের শিকার হক মুশফিক। মুশফিকুর রহিমই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি এমন এক অদ্ভুত আউটের শিকার হয়েছেন।

এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ছিলো সম্পূর্ণ স্পিনারদের। দিনের ১৫ টি উইকেটের মধ্যে স্পিনাররা নেন ১৪ টি উইকেট। বাংলাদেশ প্রথম ব্যাট করে ১৭২ রানে গুটিয়ে গেলে দিনের শেষভাগে এসে ১২.৪ ওভার খেলে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর মধ্যে মিরাজ ৩ টি এবং তাইজুল ২ টি উইকেট শিকার করেছেন। আর নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ও স্যান্টনার ৩ টি করে এবং অ্যাজাজ প্যাটেল ২ টি উইকেট নেন।

আরও পড়ুন: মুশফিকের আউট নিয়ে যা বললেন ‘ধারাভাষ্যকার’ তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/০৬ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট