Connect with us
ফুটবল

সেরা খেলোয়াড় মিরাজুল ও সেরা গোলরক্ষক আসিফ যা বললেন

Mirazul and Asif
সাফে টুর্নামেন্ট সেরা হয়েছেন মিরাজ-আসিফরা। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা। শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরাদের পুরস্কারও জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফাইনাল জয়ের নায়ক মিরাজুল ইসলাম। ফাইনালে জোড়া গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন এই ফরোয়ার্ড। তাছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুটও জিতে নিয়েছেন তিনি। এই আসরে ৪ ম্যাচে ৪ গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট রয়েছে এই মিরাজুলের।

ম্যাচশেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে মিরাজুল বলেন,
‘আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি । আল্লাহর সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সেমিফাইনালে ভারতের বিপক্ষে আমরা কিন্তু তেমন ভালো খেলতে পারিনি। ফাইনালে নেপালের বিপক্ষে বেশ ভালো খেলে জিতেছি।’

আরও পড়ুন:

» আইসিসি থেকে সুখবর পেলেন মুশফিক-মিরাজ-লিটনরা

» সাফ জয়ী যুবাদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা 

এদিকে সেমিফাইনাল ও ফাইনাল খেলেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নিয়েছেন আসিফ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ইনজুরিতে পড়ে ম্যাচের ৬৫ মিনিটে মাঠ ছাড়েন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। তার বিকল্প হিসেবে মাঠে নেমে ভারত বধের নায়ক বনে যান এই গোলরক্ষক।

ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ভারতের দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলতে সাহায্য করেন আসিফ। এছাড়া নেপালের বিপক্ষে ফাইনালেও দারুণ পারফরম্যান্স করেছেন এই গোলরক্ষক। যার সুবাদে গোল্ডেন গ্লাভস পুরস্কারটি তার হাতেই উঠেছে।

২০২২ সালে ফাইনালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। সেই আসরে ফাইনাল হেরে কেঁদেছিলেন আসিফ। তবে এবার শিরোপা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন। ম্যাচশেষে তিনি বলেন, ‘এর আগে অনূর্ধ্ব-১৭ থেকে ২০ সবগুলো বয়সভিত্তিক টুর্নামেন্টেই খেলেছি। গত আসরের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে কান্নাকাটি করেছিলাম। তবে এবার শিরোপা জেতার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিলাম।’

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল