বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রাখায় মিচেল মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ভারতীয় ক্রিকেট ভক্ত। ভারতে হেক্সা বিশ্বকাপ জয়ের পর ড্রেসিংরুমে ট্রফির উপর দুই পা রেখে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মার্শ। আর এরপরই এই ছবি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়।
প্রতিটি খেলোয়াড়দের স্বপ্ন থাকে একটি বিশ্বকাপ ট্রফি জয়লাভ করা। আর স্বপ্নের এই বিশ্বকাপ জয়ের পর একজন খেলোয়াড় কতই না ভঙ্গিতে ট্রফি নিয়ে উদযাপন করেন। কেউ কেউ ট্রফি মাথায় তুলে রাখেন, কেউ কেউ ট্রফিতে চুমু খান, কেউবা টফি নিয়ে ঘুমিয়ে থাকেন। তবে এক্ষেত্রে ট্রফির সাথে ব্যতিক্রমধর্মী উদযাপন করে ভারতীয় ভক্তদের দুয়োর শিকার হয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ।
ফাইনাল জয়ের পর মার্শের পোস্ট করা ছবিতে দেখা যায় ট্রফির উপর দুই পা রেখে বসে আছেন তিনি। এই ছবি দেখার পরপরই ক্ষেপে যায় ভারতীয় ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানায় অনেকে। এমনকি একজন ভক্ত দিল্লি গেট থানায় মার্শের বিরুদ্ধে একটি এফয়াইআরও দায়ের করেছেন।
থানায় অভিযোগ করা পন্ডিত কেশব বলেন, ‘মিচেল মার্শের পায়ের উপর ট্রফি রাখা ছবিটি ভারতীয়দের অনুভূতিতে আঘাত হেনেছে। ভারতের ১৪০ কোটি মানুষের মর্যাদাকে হীন করেছে।’
এরপর অভিযোগপত্রটির একটি কপি ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অফিসেও পাঠিয়েছেন কেশব। মার্শকে যেন ভারতের বিপক্ষে কোন ম্যাচে খেলার অনুমতি না দেয়া হয় সেই আবেদনও করেছেন তিনি।
গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদে লাখো ভারতীয় ভক্তদের কাঁদিয়ে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জয়লাভ করে অস্ট্রেলিয়া। এর পরপরই ড্রেসিংরুমে ট্রফির সাথে তোলা একটি ছবি শেয়ার করেন মার্শ। যা শেয়ারের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: স্পেনের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে জার্মানি
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এমটি