Connect with us
ক্রিকেট

‘পার্পল ক্যাপ’ ফিরে পেয়ে যা বললেন মুস্তাফিজ

Mustafizur Rahman retake purple cap from Ravindra Jadeja
জাদেজার হাত থেকে পার্পল ক্যাপ নিলেন মুস্তাফিজ। ছবি- মুস্তাফিজ

আইপিএলে দারুণভাবে আসর শুরু করা চেন্নাই সুপার কিংস পরপর দুই ম্যাচে হেরে ছিল কিছুটা ব্যাকফুটে। যেখানে হায়দরাবাদ ম্যাচে মুস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছিল চেন্নাই। দেশে ফিরে এসে নিজের দখলে রাখা পার্পল ক্যাপও হারিয়েছিলেন কাটার মাস্টার। এবার চেন্নাই শিবিরে ফিরেই দলের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি পুনরুদ্ধার করলেন নিজের পার্পল ক্যাপ।

গতকাল সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে আসরের টানা তিন জয় নিয়ে উড়তে থাকা কলকাতাকে মাটিতে নামিয়ে আনলো চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষের দেওয়া ১৪০ রানের লক্ষ্য চেন্নাই পূরণ করে নেয় ৭ উইকেট হাতে রেখেই। যেখানে ২৪ ঘন্টা আগেই ভারতে ফিরে গিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামেন মুস্তাফিজ। এদিন চার ওভারে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি।

ভিসা প্রক্রিয়ার কাজে দেশে ফিরে এসে এক ম্যাচ খেলতে না পেরে আসরের সেরা বোলারের তকমা হারিয়েছিলেন মুস্তাফিজ। এই ম্যাচে ২ উইকেট শিকার করে ফের চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন বাংলার এই কাটার মাস্টার। এদিন রবীন্দ্র জাদেজার হাত থেকে নিজের ফিরে পাওয়া পার্পল ক্যাপ মাথায় পড়েছেন দ্য ফিজ।

পার্পল ক্যাপ পুনরুদ্ধার করে গেল রাতে এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মুস্তাফিজুর রহমান। যেখানে তিনি বলেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত এবং জয়ের ধারা পুনরায় শুরু করতে পেরে দারুন লাগছে। এটি একটি সম্পূর্ণ দলগত প্রচেষ্টা ছিল, যেখানে অবদান রাখতে পেরে আনন্দিত। ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ম্যাচে।’

উল্লেখ্য, চেন্নাইয়ের হয়ে খেলা চার ম্যাচে হাত ঘুরিয়ে আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ইউজভেন্দ্র চাহাল রাজস্থানের হয়ে সমান ম্যাচে তুলেছেন ৮ উইকেট। ৭টি করে উইকেট পেয়েছেন জেরাল্ড কোয়েটজে, মোহিত শর্মা এবং খলিল আহমেদ।

আরও পড়ুন: মুস্তাফিজের ফেরার ম্যাচ জয়ে রাঙালো চেন্নাই

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট