Connect with us
ক্রিকেট

লিটন-শান্ত-সৌম্যের ফর্ম নিয়ে যা বললেন পাপন

লিটন-শান্ত জুটি। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন যাবত বাজে ফর্মের সঙ্গে লড়াই করে চলেছে গোটা বাংলাদেশ দল। যার মধ্যে টপ অর্ডার ব্যাটারদের অবস্থা আরও নাজুক। প্রায় প্রতি ম্যাচেই টপ অর্ডারের দুর্বলতায় ব্যাটিং বিপর্যয় পরছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজ কিংবা ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেও ব্যর্থ হয়েছে লিটন-শান্ত-সৌম্যরা।

এবার অফ ফর্মে থাকা টাইগার ক্রিকেটারদের নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে তার কথায়ও গুরুত্ব পেয়েছে বাংলাদেশের টপ অর্ডারের কথা। পাপন কথা বলেছেন লিটন-সৌম্যের ফর্ম নিয়ে। সাকিব-মাহমুদউল্লাহর কথাও উল্লেখ করেছেন তিনি।

আজ রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন হবে, ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পায়।’

এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব, মাহমুদউল্লাহকে নিয়ে পাপন বলেন, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহ রিয়াদ আছে। এখন আসেন তার আগে যারা আছে। এদের নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অবশ্যই সৌম্য, লিটন, শান্ত। আশা করছি শান্ত যেকোনো সময় রানে চলে আসবে।’

হৃদয় ও তানজিদ হাসান তামিমকে নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘দেখুন, তানজিদ তামিমের সামর্থ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাওহীদ হৃদয়ের সামর্থ্য আছে, ওরা ভালো খেলছে। ওরা যে একেবারে খারাপ খেলছে তা না। ওরা তো একেবারে নতুন, ওদের তো এত তাড়াতাড়ি দেয়ারই (সুযোগ) কথা না।’

এদিকে বিশ্বকাপ শুরু হয়ে গেলেও নিজেদের ফর্ম ফিরে পেতে এখনও লড়াই করে চলেছে টাইগার ব্যাটারদের। বিশ্বকাপের পূর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি গতকাল ভারতের বিপক্ষে শোচনীয় ফলাফলও হয়েছে শান্ত বাহিনীর।

আরও পড়ুন: নতুন আরেক রেকর্ডে নাম লেখালেন মেসি

ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট