Connect with us
ক্রিকেট

তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন ফিল সিমন্স

tanjim sakib and simons
তানজিম সাকিব ও ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার তানজিম সাকিব। যদিও আগে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন, লাল বলে তার অভিজ্ঞতা তুলনামূলক কম। চার দিনের কিছু ম্যাচ এবং ‘এ’ দলের হয়ে খেলার সামান্য অভিজ্ঞতা নিয়েই এবার টেস্টের মঞ্চে এসেছেন তিনি। যদিও সিরিজের প্রথম টেস্টে একাদশে জায়গা হয়নি তার, তবে তানজিমকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, আমি মনে করি, তানজিম যেকোনো ফরম্যাটেই ভালো করবে। তার বলের লেন্থ দুর্দান্ত, পেসও ভালো। সাদা বলে স্টাম্পে আঘাত করে এবং প্রায়ই কট-বিহাইন্ডের সুযোগ তৈরি করে। আমি আশাবাদী, সে ভালো পারফরম্যান্স করবে। (ব্যাটিংয়েও) কিছুটা গভীরতা আনতে পারলে সেটা দলের জন্য বাড়তি সুবিধা হবে।


আরও পড়ুন

» রিয়ালের সামনে বড় সঙ্কট, কী আছে স্প্যানিশ ফুটবল আইনে?

» ব্যাকফুটে বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের আগে যা বললেন সিমন্স


পেস আক্রমণ নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন সিমন্স। তিনি বলেন, আমাদের স্কিলের দিকে মনোযোগ দিতে হবে। হাসান মাহমুদ পাকিস্তানে পাঁচ উইকেট নিয়েছিল, এখানকার কন্ডিশনও খুব আলাদা নয়। সাকিব এখনো তরুণ, তবে আমি মনে করি, এখানেও আমাদের ভালো মানের পেসার আছে।

আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট