Connect with us
ক্রিকেট

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে যা বললেন রাকিবুল

Rakibul Hasan
রাকিবুল হাসান। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টির জন্য আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।

প্রথমবারের মতো জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত রাকিবুল। দেশের একটি অনলাইন গণমাধ্যমকে নিজের অনুভূতির কথা জানিয়ে এই স্পিনার বলেন, ‘অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।’

প্রথমবারের মতো ডাক পেলেন, সেটাও ভারতের বিপক্ষে তাদের মাটিতেই। এই ভারতকে ফাইনালে হারিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছিলেন রাকিবুল। এবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক হতে পারে রাকিবুলের। তাদের বিপক্ষে স্কোয়াডে সুযোগ পেয়ে খুশি এই স্পিনার।

তিনি বলেন, ‘ভারত অনেক ভালো দল। আর ভালো দলের সঙ্গে খেলতে পারাটা খুশির। এই সিরিজে সবাই চেষ্টা করবে নিজের সেরাটা দেওয়ার, আমিও তাই করবো।’

আরও পড়ুন:

» ভারত সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন মিরাজ

» ভুটানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ 

ভারতের বিপক্ষে ১টি টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটাও তাদেরই মাটিতে। তবে শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এই সিরিজটিও বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাকিবুল, ‘সব ম্যাচেই চ্যালেঞ্জ থাকে। এই সিরিজেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। আর আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতে ভালোবাসি।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করেও এতদিন জাতীয় দলে সুযোগ মেলেনি রাকিবুলের। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ এইচপি দল। এই টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন রাকিবুল। আর তাতেই নির্বাচকদের নজর কেড়ে জায়গা করে নিয়েছেন ভারত সিরিজের বাংলাদেশ দলে।

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট