Connect with us
ফুটবল

লিলে-র বিপক্ষে হারার পর যা বললেন রিয়াল কোচ আনচেলত্তি

কার্লো আলচেলত্তি। ছবি: সংগৃহীত

গতকাল (বুধবার) ফরাসি ক্লাব লিলের বিপক্ষে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে ১-০ ব্যবধানে পরাজয় বরণ করে রিয়াল। শেষ দিকে ছাড়া গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে লিলে। এমন হারের জন্য তীব্র সমালোচনা করা হচ্ছে রিয়ালকে ঘিরে। এমন বাজে হারের
কোনো অজুহাত খুঁজছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

যেকোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মডেকাথলন অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে লিলে। প্রথম ম্যাচেই বাজিমাৎ করে ফরাসি ক্লাবটি। এদিন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ম্যাচের একমাত্র গোল করেন জনাথন ডেভিড। এতেই কপাল পুড়েছে রিয়ালের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচের পর হারের স্বাদ গ্রহণ করলো রিয়াল।

কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচ, ফ্রান্সিস্কো গার্সিয়া, আর্দা গুলারদের প্রথমার্ধে মাঠে নামায়নি রিয়ালের কোচ আনচেলত্তি। তিনি ভেবেছিলেন ম্যাচটি সহজ হবে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামালেও কোনো লাভ হয়নি।

আরও পড়ুন: আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে: আন্দ্রে রাসেল

ম্যাচ শেষে সাংবাদিকদের কোচ আনচেলত্তি বলেন, ‘ আসলে আজকের ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা যথেষ্ট কারণ আছে। এটা মানতে হবে। এই ম্যাচে ভালো খেলিনি আমরা। গত রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত দিচ্ছি না। কারণ, আমাদের আরও ভালো খেলতে হবে।’

লিলের সম্পর্কে এই কোচ বলেন,’ লিলে আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে এবং তারাই জয়ের প্রাপ্য ছিল। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও করার মত খেলিনি। আমাদের কিছু জায়গায় কাজ করতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যে একটি ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে ৩–১ গোলে জিতেছিল তারা। পয়েন্ট টেবিলে ৩৬ দলের মধ্যে বর্তমানে ১৭তম স্থানে আছে তারা।

ক্রিফোস্পোর্টস/০৩ অক্টোবর ২৪/এইচআ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল