Connect with us
ফুটবল

ম্যারাডোনার রেকর্ড ভেঙে অবসর প্রসঙ্গে যা বললেন রোনালদো

ম্যারাডোনা এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

এইতো বছর দুয়েক আগে অনেকে বলেছিলেন ‘ফুরিয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো’। তবে কাতার বিশ্বকাপের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই পর্তুগিজ তারকা। বারবার প্রমাণ করেছেন বয়স শুধু একটা সংখ্যা মাত্র। কিছুটা বয়সের ছাপ পড়লেও এখনও অনেক তরুণ ফুটবলারের চেয়েও অসাধারণভাবে ছুটে চলেছেন তিনি।

এবার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার একটি রেকর্ড ভেঙ্গে নতুন করে কীর্তি গড়লেন রোনালদো। ৩৫ বছর বয়সের পর করা গোলের সংখ্যায় এতদিন শীর্ষে ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম লিজেন্ডারি আর্জেন্টাইন এই তারকা। ৩৫ বছর পরবর্তী সময়ে ম্যারাডোনার ৩৪ গোলকে পেছনে ফেলে সর্বোচ্চ ৩৬ গোল করে সবার উপরে উঠে এসেছেন রোনালদো।

গতকাল উয়েফা ন্যাশনস লিগে পোলেন্ডকে ৫-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। এদিন এই পর্তুগিজ তারকার পা থেকে আসে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল। এই বয়সেও এমন অসাধারণ শটে সকলের প্রশংসায় ভাসছেন তিনি। ম্যারাডোনার পাশাপাশি এদিন সারজিও রামোসেরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন রোনালদো।

Cristiano Ronaldo Bicycle kick

গতরাতে রোনালদোর বাইসাইকেল কিকে গোল।

একক ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৩২ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন সিআরসেভেন। এতে রামোসের তিন বছর আগের গড়া ১৩১ ম্যাচে জয়ের রেকর্ড ভেঙে দেন রোনালদো। এত এত রেকর্ড গড়েও থেমে থাকতে চান না এই পর্তুগিজ তারকা। কিছুদিন আগেই জানিয়েছেন নিজের স্বপ্নের কথা; যেখানে হাজার গোল করতে চান তিনি।

তবে আর কতদিন ফুটবল মাঠে এমনভাবে ছুটে বেড়াতে দেখা যাবে এই জীবন্ত কিংবদন্তিকে, তেমন প্রশ্ন সবসময় থেকে যায় ভক্ত মনে। এবার পোল্যান্ডকে হারিয়ে ন্যাশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়ে দিয়েছেন আর কতদিন ফুটবল খেলে যেতে চান তিনি।

আরও পড়ুন:

» রোনালদোর জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে বড় জয় পর্তুগালের

» বাংলাদেশ বনাম মালদ্বীপ : শেষ প্রীতি ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা, হয়তো দুয়েক বছরের মধ্যে হবে… আমি জানি না। আমি শীঘ্রই ৪০ বছর পূর্ণ করছি। আমি সত্যিই উপভোগ করতে চাই। যতক্ষণ আমি অনুপ্রাণিত বোধ করব, ততক্ষণ আমি খেলা চালিয়ে যাব। যেদিন আমি নিজেকে অনুপ্রাণিত বোধ করব না, আমি অবসর নেব।’

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৫ গোলসহ ফুটবল ইতিহাসের সবথেকে বেশি ৯১০ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাত্র ৯০ গোল পিছিয়ে আছে নিজের স্বপ্নের রেকর্ড গড়ার পথে। তবে গতকাল রাতে ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি ইতিহাস গড়তে চাই। তবে আমার মনোযোগ কেবল বর্তমানের খেলায়, রেকর্ডের দিকে নয়।’

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল