Connect with us
ক্রিকেট

ইসলামাবাদে নিজের ও জাকেরের সেঞ্চুরি নিয়ে যা বললেন সাইফ

crifo Saif
পাকিস্তান শাহীন্সের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি পেয়েছেন জাকের ও সাইফ। ছবি: বিসিবি

সিনিয়র টাইগাররা যখন রাওয়ালপিন্ডিতে বাবর আজমদের বিরুদ্ধে লড়ছে, তখন ইসলামাবাদের মাঠে নেমে দৃঢ়তার পরিচয় দিচ্ছেন জাকের আলী ও সাইফ হাসানরা। পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ৪ দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ এ দল।

‘এ’ দলের পাকিস্তান সফরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এ দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন সাইফ হাসান এবং জাকের আলী। দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল গত মঙ্গলবার (২০ আগস্ট)। তবে বৃষ্টিতে ভেস্তে যায় প্রথম দুইদিন। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিন্স।

ইসলামাবাদে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হলেও শক্ত হাতে তৃতীয় দিনের হাল ধরেন সাইফ হাসান এবং জাকের আলী। এদিন বৃষ্টির বাধা না থাকায় খেলা হয় ৯৮ ওভার, ৬ উইকেটের বিনিময়ে বাংলাদেশ এ দলের সংগ্রহ ৩৪৬ রান। ব্যক্তিগত সর্বোচ্চ জাকের আলী করেছেন ৩০১ বলে ১৩৬ রানে অপরাজিত এবং সাইফ হাসান ২২১ বলে খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস।

আরও পড়ুন:

» ওল্ড ট্রাফোর্ডেও বৃষ্টি, লঙ্কাকে পেছনে ফেলে লিড নিয়েছে ইংল্যান্ড

» মামলায় এবার সাকিব আল হাসানের নাম জড়ালো

নিজের এবং সতীর্থের ইনিংস সম্পর্কে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া সাক্ষাতকারে সাইফ হাসান জানান, ‘দলের জন্য অবদান রাখতে পারা সব সময়ই একটি সুন্দর অনুভূতি এবং দলের জন্য সেঞ্চুরি করতে পারাটা তৃপ্তিদায়ক। যদিও সেখানে আরো বড় স্কোর করার সুযোগ ছিলো। তবুও যেটুকু করতে পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ। পরে তো জাকেরও অনেক ভালো খেলেছে।’

এরপর পিচ কন্ডিশন এবং পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা পরিবেশ সম্পর্কে বুঝতে চেয়েছিলাম এবং বলের লাইন অনুযায়ী খেলতে চেয়েছিলাম। পিচ ভালো ছিলো এবং আমরা সেই সুযোগটাই নিয়েছি।’

ইসলামাবাদের মাঠে নিজের এমন ছন্দময় ব্যাটিং নিয়ে সাইফ বলেন, ‘আমি স্বভাবতই এভাবে ব্যাটিং করি। খারাপ বলগুলোকে মারতে পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার ব্যাটিং উপভোগ করি। এই ম্যাচে আমরা একটি বড় সংগ্রহ দাড় করাতে পেরেছি। আমরা ভালো বোলিং করার চেষ্টা করবো এবং দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা থাকবে।’

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট