Connect with us
ক্রিকেট

যুব ও ক্রীড়া উপদেষ্টাকে যে অনুরোধ করলেন সাইফউদ্দিন

what Saifuddin requested to Asif Mahmud
আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন সাইফউদ্দিন। ছবি- সংগৃহীত

সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে যেসব ক্ষেত্রে বৈষম্য ও দুর্নীতি হয়েছে, ড. ইউনুসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেসব ক্ষেত্রে পরিবর্তন চায় দেশের জনগণ। একইভাবে ক্রীড়াঙ্গনেও সংস্কার চান ক্রিকেটার থেকে শুরু করে অনেক বিশ্লেষকরা।

ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কয়েকজন ক্রিকেটার। যে তালিকায় রয়েছে রুবেল হোসেন, ইমরুল কায়েস। এবার এই তালিকায় যুক্ত হলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে কয়েকটি অনুরোধ করেছেন এই অলরাউন্ডার। দেশের ক্রীড়া সংস্থা গুলোতে অযোগ্য লোকদের বিদায় করে যোগ্য লোকদের জায়গা দেওয়া হোক, এমনটাই চান এই ক্রিকেটার।

শুক্রবার (১০ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় সাইফউদ্দিন লিখেছেন, অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।

আরও পড়ুন:

» যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে কাছে যা চাইলেন নাজমুল আবেদীন

» ২০২৫ আইপিএলে খেলবেন কিনা জানালেন ধোনি 

তিনি আরও লিখেছেন, ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই দুর্নীতমুক্ত। ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরোনো।

এর আগে রুবেল হোসেন ও ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে ক্রিকেটের বিভিন্ন সেক্টরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে। তারা চায় বিসিবিতে যাদের কাজ প্রশ্নবিদ্ধ, তাদের পরিবর্তন করে নতুনদের সুযোগ করে দেওয়া হোক।

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট