Connect with us
ক্রিকেট

মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের বিষয়ে যা বললেন সালাউদ্দিন

Mohammad Salahuddin
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে সিনিয়র দুই ক্যাম্পেইনার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শেষ ম্যাচ দিয়েই ওয়ানডে থেকে তাদের অবসরের বিষয়ে গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে কিছু জানেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ। অন্যদিকে মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডেতে খেলে যাচ্ছেন। তবে ওয়ানডেতে তাদের অবসর নিয়ে গুঞ্জন দীর্ঘ দিনের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পর গুঞ্জন আরও জোরালো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই লাল-সবুজের জার্সিতে তাদের শেষ দেখছেন অনেকে।

তবে অবসরের গুঞ্জনের বিষয়ে কিছু জানেন না মোহাম্মদ সালাউদ্দিন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। তখন মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের বিষয়ে এই দেশি কোচ বলেন, ‘অবসরের বিষয়ে আমরা কিছুই শুনিনি। যেহেতু আপনারা শুনেছেন, আপনাদের গণমাধ্যমে দিয়ে দিয়েন। আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

আরও পড়ুন:

» ১৭৭ রানের ইনিংসে যত কীর্তি ইব্রাহিম জাদরানের

» আইসিসি র‍্যাঙ্কিংয়ে হৃদয়-জাকেরের লম্বা লাফ, তাসকিনের উন্নতি 

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় ব্যাটিংয়ে নামেন মুশফিক। তবে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন এই ব্যাটার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট পতনের পর ব্যাটিংয়ে এসে ২ রান করে বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যদিকে মাহমুদউল্লাহ খেলেছিলেন শুধু কিউইদের বিপক্ষে। সেদিন মুশফিকের পর ক্রিজে এসে মুশফিকের দেখানো পথেই হাঁটেন এই তারকা। ১৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরে এই অভিজ্ঞ ব্যাটার।

দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে বেশ সমালোচিত হয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। তবে এ বিষয়ে সালাউদ্দিনের কণ্ঠে শোনা গেছে ভিন্ন সুর। তিনি বলেন, ‘সিনিয়রদের বাড়তি দায়িত্বের বিষয়টি আলোচনায় এসেছে। আমার মনে হয়, একাদশে যে ১১ জন খেলে তাদের সবারই সমান দায়িত্ব। সিনিয়রদেরকে বাড়তি টাকা দেওয়া হয় না। এখানে সবারই সমান পারফর্ম করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা জাতীয় দল, এখানে সবারই দায়িত্ব সমান। কারও জন্য অতিরিক্ত দায়িত্ব নেই। আমার মনে হয় সবাইকে সমানভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। একটা টুর্নামেন্টে কারো খারাপ যেতেই পারে।’

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার ম্যাচটিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট