Connect with us
ক্রিকেট

ইংলিশদের কোচ হওয়ার প্রশ্নে যা বললেন সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা। ছবি- ক্রিকইনফো

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এর আগে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল দলটির। দশ দলের মধ্যে সপ্তম অবস্থানে থেকে সেই টুর্নামেন্ট শেষ করেছিল ইংলিশরা। সকল বিষয় বিবেচনায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইংল্যান্ডের সীমিত ওভারি ক্রিকেটে কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ম্যাথু মট।

বর্তমানে ইংলিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে কোচের পথ শূন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের সহকারী কোচ ও সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক। মট দায়িত্ব ছাড়ার পর ইংলিশদের কোচ হওয়ার তালিকায় নাম আছে- শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং ইংল্যান্ডের সাবেক তিন ক্রিকেটার জোনাথন ট্রট, ইয়ন মরগান ও এন্ড্রু ফ্লিনটফের। 

এরই মাঝে ইংল্যান্ডের নতুন কোচ খোঁজার কাজ শুরু হয়ে গেছে। দেশটির ক্রিকেট পরিচালক রব কি পূর্ণ মেয়াদের নতুন ইংলিশ কোচের সন্ধান করছেন। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এগিয়ে আছেন এই তালিকায়। এদিকে ইংল্যান্ডের কোচ হওয়ার প্রশ্নে সাঙ্গাকারা জানিয়েছেন নিজের আগ্রহের কথা।

সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, ‘জানি নতুন কোচের তালিকায় আমার নাম নাম আছে। কিন্তু আমাকে এখনও কোন প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয়, ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে পারাটা যে কারও জন্যই বেশ রোমাঞ্চকর হবে। তবে এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছে। আমি মনে করি, ম্যাথু মট ভালো কাজ করেছে।’

ইংল্যান্ডের কোচ বদল হলেও সাদা বলের অধিনায়ক হিসেবে জশ বাটলারই থাকছেন। বাটলার থাকায় খুশি সাঙ্গাকারা, ‘অধিনায়কের ভূমিকায় পরিবর্তন হয়নি, থাকছেন বাটলার। এটা দারুণ ব্যাপার। যে অবস্থায় তার দল আছে বা আগে ছিল এবং ভবিষত যেমন থাকবে, তা নির্ধারণের জন্য এটাই সঠিক সময়।’ এছাড়া ইসিবির ক্রিকেট পরিচালক রব কি’র প্রশংসাও করেছেন সাঙ্গাকারা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের বিজয়ের পর যে বার্তা দিলেন এবাদত-শরিফুল-সোহানরা

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট