Connect with us
ফুটবল

ফাইনালে ডি মারিয়ার একাদশে থাকা নিয়ে যা বললেন স্কালোনি

ডি মারিয়া। ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অদম্য কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলার আনহেল ডি মারিয়া।

লিওনেল মেসির পর আলবিসিলেস্তে শিবিরে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডি মারিয়া। গেল বিশ্বকাপের ফাইনালে গোল করে শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। সবশেষ ম্যাচে ৭৮ মিনিট মারিয়াকে মাঠে রেখেছিলেন কোচ স্কালোনি। তবে পারফরম্যান্সে খুব একটা ছাপ রাখতে পারেননি তিনি। তাই ফাইনালের একাদশে তাকে রাখা হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ হলেও ফাইনালে দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন স্কালোনি। তিনি জানান, ‘আমরা জানি, এটা তার শেষ ম্যাচ, কিন্তু সবসময় দল সবার আগে। যদি তাকে খেলতে হয়, এর মানে আমরা মনে করেছি তাকে খেলানো উচিত। দিনশেষে যদি না খেলাই তাহলে বুঝতে হবে ম্যাচের আরেকটি দৃষ্টিকোণ থেকে ভেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

যদিও স্কালোনি চান সেরা উপায়েই অবসর নেক ডি মারিয়া। তবে দলের প্রয়োজনে এবং বিভিন্ন কারণে সিদ্ধান্তে আসতে পারে ভিন্নতা, ‘কোচ হিসেবে আমরা মনে করি, এমনটা ভাবা জরুরি। (না খেলানোর)) কারণ হিসেবে অনেক কিছুই থাকতে পারে। আশা করি, সবকিছু যেন ভালোভাবে যায় এবং আনহেল যেন সম্ভাব্য সেরা উপায়ে অবসর নিতে পারে।’

অবশ্য সতীর্থ মেসি আশা করেন, গোল করেই অবসরে যাবেন ডি মারিয়া। তিনি জানান, ‘কে জানে, হয়তো ফাইনালে সে আবারও গোল করবে, যেমনটা সে আগের খেলা সবগুলো ফাইনালে করেছে। তা অসাধারণ লাগবে। আমরা সবসময় তাকে বলেছি, যদি সবকিছু ঠিকঠাক যায়, তাহলে সামনে আমাদের প্লে-অফ ম্যাচ আছে। তবুও সে তার সিদ্ধান্তে অনড় এবং কোনোকিছুই তা বদলাতে পারবে না।’

আরও পড়ুন: সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল