Connect with us
ক্রিকেট

বাবরকে ফর্মে ফেরার পরামর্শ দিতে গিয়ে যা বললেন শেবাগ

Babar Azam
বাবর আজম এবং বীরেন্দ শেবাগ। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের বাজে সময় পাড় করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় চলমান পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন ডান-হাতি এই ব্যাটার। সম্প্রতি সমালোচনার মুখে পড়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কত্বও থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বারব। তার এই ব্যর্থতা কাটাতে মানসিকভাবে ঠিক থাকতে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ।

পাকিস্তানি কিংবদন্তি পেসার শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে এসেছিলেন শেবাগ। সেখানে বাররের প্রসঙ্গে কথা উঠলে বাবরকে ফর্মে ফেরার জন্য মানসিকভাবে নিজেকে ঠিক রাখার এবং ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকার পরামর্শ দেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার।

বাবরকে ঘরোয়া টুর্নামেন্ট খেলার এবং পরিবারকে সময় দেওয়ার পরামর্শ দিয়ে শেবাগ বলেন, ‘এই সময় বাবর আজমের উচিৎ ঘরোয়া টুর্নামেন্ট খেলা। এছাড়াও বাবরকে তার ফিটনেস নিয়েও কাজ করতে হবে। পরিবারকে আরও বেশি সময় দেওয়া উচিৎ তার। এরপর সে শারিরীকভাবে তুলনামূলক বেশি ফিট এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারবে।’

আরও পড়ুন: বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান, একাদশে এক পরিবর্তন

বাবর এখন মানসিক চ্যালেঞ্জিংয়ের মধ্যে আছে বলে মনে করেন শেবাগ। এ সম্পর্কে ভারতীয় এ ওপেনার বলেন,’ ‘বাবরের প্রতি প্রত্যাশা নিচে নেমে গেছে এবং এরপর সে নেতৃত্বও ছাড়ল । তবে আমার মনে হচ্ছে, কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি প্রভাব পড়েছে বাবরের ওপর। এখন তাকে মানসিক দিক থেকে শক্ত হতে হবে। সে প্রতিভাবান ক্রিকেটার এবং এমন তারকারা খুব দ্রুতই আবার ঘুরে দাঁড়াতে করতে পারে।’

শুধু বাবর নয়, টানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন পাকিস্তানি দুই তারকা পেসার শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ। বাবরের পাশাপাশি তাদেরও ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় টেস্ট ১৫২ রানে জিতে সমতায় ফিরিয়েছে পাকিস্তান। এ ম্যাচে সাজিদ খান ও নোমান আলি মিলেই ভাগাভাগি করে নিয়েছেন ইংলিশদের ২০ উইকেট। ফলে দাপুটে জয় পেয়েছেন শান মাসুদের দল।

ক্রিফোস্পোর্টস/২০ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট