Connect with us
ক্রিকেট

মুশফিকের ছন্দহীনতা নিয়ে যা বললেন নির্বাচক রাজ্জাক

What selector Razzak said about Mushfiqur's lack of rhythm
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে নিজেদের সেরা খেলা উপহার দিতে ব্যর্থ হয়েছে টাইগাররা। যার ফলে অনেকটা একপাক্ষিক লড়াইয়ে ৬ উইকেটে ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের।

ভারতের বিপক্ষে তাওহীদ হৃদয় ও জাকের আলী ছাড়া বাকি সবাই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। যেখানে রানের খাতাই খুলতে পারেননি সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এদের মধ্যে গোল্ডেন ডাক মারেন মুশফিক। দলীয় ৩৫ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরতে মাঠে আসেন মুশফিক। তবে দায়িত্বহীনতার পরিচয় দেন এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই তারকা।

মুশফিকের এমন ব্যাটিং বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়। যদিও এ নিয়ে তেমন চিন্তিত নন জাতীয় দলে নির্বাচক আব্দুর রাজ্জাক। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন রাজ্জাক।

আরও পড়ুন:

» ‘ঘরের ছেলে ঘরে আসছে’, সাকিব প্রসঙ্গে রূপগঞ্জের মালিক

» নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন মাহমুদউল্লাহ? যা জানা গেল 

এ সময় মুশফিকের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘ও (মুশফিক) তো এই একটা ম্যাচ খারাপ করছে। তাতে চিন্তার কিছু নেই। এটা তো হৃদয়ের ক্ষেত্রেও হতে পারে, শান্ত-জাকের আলী যে কারো ক্ষেত্রেই হতে পারে। তো আমার মনে হয়, একজনের জন্য খুব বেশি চিন্তার কারণ হয়ে উঠবে না।’

অনেকদিন ধরেই চেনা ছন্দে নেই মুশফিক। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। সিরিজের একটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে ১ রান করেছিলেন তিনি। এরপর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটান। যে কারণে ওয়েস্ট সিরিজেও খেলতে পারেননি।

সবশেষ বিপিএল দিয়ে বাইশ গজে ফেরেন মুশফিক। তবে বিপিএলে বরিশালের জার্সিতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। ৯ ইনিংসে ২৬.২৯ গড়ে ১৮৪ রান করে তিনি। বিপিএলের পর সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে টাইগাররা।

এদিকে ভারতের পর এবার বাংলাদেশের সামনে শক্তিশালী নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে দারুণ ছন্দে থাকা এই দলটিকে হারাতে চাইলে সেরা খেলাটাই খেলতে হবে শান্ত-মুশফিকদের।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট