Connect with us
ক্রিকেট

সাকিব অবসর ঘোষণার আগেই এ প্রসঙ্গে যা বলেছিলেন রাজ্জাক

shakib and abdur razzak
সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক। ছবি - সংগৃহীত

হঠাৎই যেন বাংলার ক্রিকেটে বিনা মেঘে বজ্রপাত হয়ে গেলো। আচমকা আজ (বৃহস্পতিবার) দুপুরে কানপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন টাইগার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান।

কিন্তু সাকিবের এমন ঘোষণার আগেই এবিষয়ে মুখ খুলেছিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। বর্তমানে ভারতে অনুষ্ঠিত হওয়া লিজেন্ড ক্রিকেটে অংশগ্রহণ করতে ভারতে অবস্থান করছেন তিনি। আব্দুর রাজ্জাক লিজেন্ডস টুর্ণামেন্টে সাউদার্ন সুপার স্টারসের হয়ে খেলছেন।

এসময় তিনি পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সাকিবকে অবসর নিয়ে ভাবতে বিসিবি যথেষ্ট সময় দিয়েছেন।’

এসময় রাজ্জাক আরও বলেন যে, ‘সাকিবের বিকল্প ক্রিকেটার বিসিবির কাছে প্রস্তুত করা আছে। কেউ একজন সাকিবের বিকল্প হিসেবে খেলতে অপেক্ষা করছে।’

পিটিআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে রাজ্জাক বলেছিলেন যে, ‘অবসরের সিদ্ধান্ত একান্তই তাঁর বিষয়। যদি সে মনে করে দেশকে সে যথেষ্ট দিয়েছে এখন নতুনদের সুযোগ দেওয়ার পালা তাহলে সে (সাকিব) সেটাই করবে। এখন এবিষয়ে বেশি কথা না বলায় ভালো।’

এসময় তিনি বলেন, ‘আমরা সবসময় চাই সাকিব দেশের হয়ে খেলুক কিন্তু তার বয়সটাও খেয়াল রাখতে হবে। ১৫ বছর ধরে বিশ্বসেরা হয়ে খেলে আসছে সে(সাকিব) সুতরাং সে এখন পারফর্ম করতে পারছে না বা ভালো খেলছে না এটা বলা উচিত হবে না বলে আমি মনে করি।’

এসময় সাকিব-মুশফিকেট প্রশংসা করে বলেন, ‘সাকিব- মুশফিক লিজেন্ড ক্রিকেটার। তাঁরা একদিনে তৈরি হয় নি বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকিব-মুশফিক তৈরি হয়েছে। সুতরাং তাঁদের বিকল্প পেতে সময় লাগবে। হঠাৎ করেই তাঁদের বিকল্প তৈরি হয়ে যাবে না।’

সাকিব-মুশফিক- মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে পুরো একটা ক্রিকেট যুগের শেষ হবে। এরপর আবার নতুন যুগের সূচনা হবে।

রাজ্জাক মনে করেন, ‘লিটন-সৌম্য-মিরাজ-শান্তরা বাংলার ক্রিকেটের হাল ধরবে। এছাড়াও অনূর্ধ্ব ১৯ এর বেশ কিছু তরুণ দরজায় কড়া নাড়ছে। আমরা তরুণদের সুযোগ দিতে চাই যাতে তাঁরা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে।’

এসময় ভারতকে টেস্টের এক নম্বর দল ঘোষণা দিয়ে নিজেদের ভালো খেলতে না পারার দায়ও স্বীকার করে নেন আব্দুর রাজ্জাক। এছাড়াও ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নতুন পরিকল্পনা আছে বলেও জানান এই নির্বাচক।

আরো পড়ুন : আকস্মিক বিদায়ের ঘোষণায় যা বলেন সাকিব

ক্রিফোস্পোটর্স/২৬সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট