নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে সব থেকে বড় নাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন দেশের ক্রিকেটকে দিয়ে গেছেন অসংখ্য সাফল্য। তবে সময়ের সাথে বয়সটাও বাড়ছে বাংলার ক্রিকেটের এই পোস্টার বয়ের। ভক্ত মনে অবশ্যই জানার আগ্রহ আছে আর কত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তিনি।
গেল বছর এক সাক্ষাৎকারে সে বিষয়ে একটা ধারণা দিয়ে রেখেছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন ২০২৪ বিশ্বকাপ খেলে অবসর নেবেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। তবে কি সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে দেশের জার্সিতে চলতি বিশ্বকাপই সাকিবের শেষ মিশন? সে প্রসঙ্গ গতকাল ভারত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব নিজেই।
এখানেই কি সাকিব আল হাসানের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, ‘শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে।’
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা রয়েছে। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে। দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমারও সেভাবে ইচ্ছা আছে।’
খেলা যতদিন উপভোগ করবেন ততদিন চালিয়ে যাওয়ার কথা জানান সাকিব। আর এখন লাল বলের ক্রিকেটে বেশি মনোযোগ দেয়ার কথাও উল্লেখ করেন তিনি, ‘উপভোগ না করলে তো খেলা যায় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পরাজয়ে টিকে রইল বাংলাদেশের সেমির আশা
ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/এফএএস