শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ঘরের মাঠে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ব্যাট হাতে বিবর্ণ ছিল টাইগার ক্রিকেটাররা। এবার দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরের যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল বিশ্বকাপের পর সাকিবের অনাগ্রহের কারণে তিন ফরমেটে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাঁধে।
এদিকে পাকাপাকিভাবে দলের অধিনায়কত্ব পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। প্রথমে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও এরপর ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অবশ্য টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ সালের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। যেখানে তাকে শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে সাকিব মনে করেন, তাকে মূল্যায়ন করে এখনই কোন মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সকলের সাপোর্ট পেলে শান্ত বেশ ভালো একজন অধিনায়ক হয়ে উঠতে পারবেন।
অধিনায়ক হিসেবে শান্ত কেমন করছেন এমন প্রশ্নে সাকিব বলেন, ‘খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে। এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে।’
এদিকে ভারত বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন সাকিব। দলে তার মত একজন অভিজ্ঞ ক্রিকেটার নিঃসন্দেহে শক্তি বাড়াবে শান্তর নেতৃত্বাধীন দলের। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার (৩০ মার্চ) সকাল দশটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মাঠে খেলতে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: ফুটবল থেকে অবসরের বিষয়ে যা বললেন মেসি
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এফএএস