Connect with us
ক্রিকেট

ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে যা বললেন সাকিব

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি - সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। আজ (বৃহস্পতিবার)কানপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ দুপুরে কানপুরের সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ আমি মনে করি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচটাই ছিলো আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমার শেষ টেস্ট খেলতে নামবো।’

এসময় সাংবাদিকরা তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি আমার ওয়ানডে ক্যারিয়ারটাকেও খুব বেশি লম্বা করতে চাই না। হয়তো আর মাত্র ৯-১০টা ওয়ানডে খেলেই এই ফরম্যাটটাকে বিদায় জানাবো।’

এসময় তিনি বলেন, ‘আমি মনে করি ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফিই হবে আমার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।’

ক্যারিয়ার নিয়ে তাঁর কোনো আক্ষেপ আছে কি না জানতে চাইলে। সাকিব বলেন, ‘না আমার কোনো আক্ষেপ নেই। পুরো ক্যারিয়ারে আমি অনেক কিছু পেয়েছি। আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। যতদিন ক্রিকেট খেলেছি ততদিন খেলাটাকে উপভোগ করেছি।’

এসময় তিনি আরও বলেন, ‘আমি মনে করি এখনই উপযুক্ত সময় ক্রিকেট বিদায় বলার। এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার উভয়ের জন্যই ভালো হবে। নতুনরা সুযোগ পাবে এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে। কোচ, অধিনায়ক, নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড সকলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া।’

যদিও টি-টোয়েন্টিতে ফেরার দ্বার পুরোপুরি বন্ধ করলেন না সাকিব আল হাসান। বিসিবি ডাকলে প্রয়োজনে টি-টোয়েন্টিতে ফিরবেন কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবো। কখনও যদি বোর্ড মনে করেন আমাকে প্রয়োজন এবং আমি যদি ফিট থাকি তাহলে ভেবে দেখবো।’

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ড্রাফটের সংক্ষিপ্ত তালিকায় ২ বাংলাদেশি ক্রিকেটার

ক্রিফোস্পোটর্স/২৬সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট