গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ ছিল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে তুলনামূলক ভালো খেললেও সুপার এইটে রীতিমতো বিপর্যস্ত হয়ে ফিরেছে টাইগাররা। ভালো মন্দের মিশেলে শেষ হওয়া সেই মেজর টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি হিসেবে ছিল কিছু চমক জাগানো নতুন ক্রিকেটার খুঁজে পাওয়া। যার মধ্যে তরুণ পেসার তানজীম হাসান সাকিব অন্যতম।
বল হাতে টাইগারদের পেস ইউনিটের মূল ভরসা হিসেবে উঠে এসেছেন। গোটা টুর্নামেন্টে একাই শিকার করেছেন প্রতিপক্ষের ১৪ উইকেট। দারুন সব পারফরমেন্সে তিনি প্রশংসা করেছেন সকলের। তবে প্রতিপক্ষ ক্রিকেটারদের আউট করে নিজের দেয়া আগ্রাসী সেলিব্রেশনের ধরনের কারণেও সকলের চর্চায় এসেছেন সাকিব।
বিশেষ করে সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলিকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করেন এই তরুণ পেসার। বিষয়টি অনেকের কাছেই লেগেছিল দৃষ্টিকটু। কেননা কোহলি বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার। তরুণ ক্রিকেটার হিসেবে কোহলির উইকেট শিকারের পর সাকিবের এমন সেলিব্রেশন নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।
এবার কোহলিকে আউট করার পর নিজের সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুলেছেন খোদ তানজীম সাকিব। গতকাল রোববার চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সেদিনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘আসলে সে সময় খুব ভালো খেলছিল ভারত। তখন একটা ব্রেক থ্রু খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের। তারা ডমিনেট করে ব্যাটিং করছিল। ওরা যেভাবে মারছিল আমাদের, খুব বাজে লাগছিল।’
তখন উইকেটে জমে গিয়েছিলেন কোহলি। তাই তার উইকেট তুলে নিয়ে বেশ উত্তেজিত হয়ে গিয়েছিলেন জুনিয়র সাকিব। তাছাড়া মাঠে কেউ সিনিয়র জুনিয়র হয় না। বিপক্ষ দলের সবাইকে খেলার হিসেবে প্রতিপক্ষ বলে মনে করেন তিনি, ‘অবশ্যই যখন আমি মাঠের ভিতরে ঢুকব, সেখানে কোন সিনিয়র জুনিয়র নেই সবাই সমান। আসলে সবাই প্রতিপক্ষ।’
আরও পড়ুন: এক ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের সিরিজ হারাল ভারত
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/এফএএস