আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
তিন ম্যাচে ১৯৬ রান ও এক উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত প্রথম ওয়ানডেতে খেলেন ৪৪ রানের ইনিংস, দ্বিতীয় ম্যাচে ৯৩ বলে করেন ১১৭ রান। শেষ ওয়ানডেতে ৩২ বলে ৩৫ রান করেন তিনি।
রানের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শান্ত। দলের প্রয়োজনের সময় একটি ব্রেক থ্রো এনে দিয়েছেন এবং ৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১০।
শান্ত তার বোলিং নিয়ে কথা বলেছন সিরিজ সেরা পুরস্কার নেওয়ার সময়।
শান্ত বলেন, আমি প্রক্রিয়া অনুসরণ করেছি। রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি, স্পিন বোলিং কোচকে অনেক ধন্যবাদ।
নিয়মিত বোলিং অনুশীলন করছেন জানিয়ে শান্ত আরো বলেন, আমি অধিনায়কে বলি আমাকে বল করতে দেওয়া উচিৎ। আমি এখনো অলরাউন্ডার না, তবে তিনি সম্ভবত এখন বিশ্বাস করবেন যে, আমি বল করতে পারি।
আরও পড়ুন: দেড় বছর পর ফিফা থেকে সুখবর পেল জিম্বাবুয়ে
ক্রিফোস্পোর্টস/১৫মে২০২৩/এমবি