সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই যেন নিজের চেনা ছন্দে নেই এই টাইগার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয়কে নিয়ে সমালোচনা করতে দুবার ভাবছেন না ক্রিকেট সমর্থকরা।
দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সাকিব আল হাসান ছিলেন দেশের একমাত্র ধারাবাহিক ক্রিকেটার। কখনও ব্যাটিংয়ে ব্যর্থ হলেও তা পুষিয়ে দিতেন বল হাতে। এর আগে বাজে সময় পার করলেও ঘুরে দাঁড়িয়েছেন শক্ত ভাবে। এবারও নিজের পারফরমেন্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন সাকিব এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক শান্ত।
সাম্প্রতিক সময়ে সাকিবের ব্যাট থেকে আসছে না রান। প্রয়োজনীয় সময়েও হয়ে উঠতে পারছেন না দলের ভরসা। চলমান বিশ্বকাপে ব্যাট বল দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ সাকিব। তাই সমালোচকদের তীরে বাজেভাবে বিদ্ধ হচ্ছেন সময়ের সেরা এই অররাউন্ডার। বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে এসে গতকাল সাকিবের বিষয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।
বছরের পর বছর দলকে সার্ভিস দিয়ে যাওয়া সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে বর্তমান দল কতটা চিন্তিত এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন।’
নিজের সমস্যা সম্পর্কে সাকিব আল হাসান খুব ভালো করেই জানেন। তিনি খুব দ্রুত ফিরে আসবেন সেই প্রত্যাশা শান্তর কন্ঠে, ‘মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’
সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের চোখের সমস্যা আছে এমন কথা শোনা যায়। সেই কারণেই কি সাকিবের ব্যাটিং এমন অবস্থা, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন।’
সংক্ষিপ্ত ফরমেটের এই ক্রিকেটে দু-একটা ইনিংস খারাপ যেতেই পারে বলে মনে করেন তিনি। তবে এটা নিয়ে বেশি চিন্তা না করার কথা জানান শান্ত, ‘এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। সেটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে ফিল করছি না এবং আমি এটাও জানি সে নিজেও সেরকম চাপ অনুভব করছে না।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হারাতে পারলো না ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১৩জুন২৪/এফএএস