Connect with us
ক্রিকেট

চেন্নাইয়ের উইকেট সম্পর্কে যা বললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশের এবারের মিশন ভারত জয় করার। সেই লক্ষ্যে চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০ টায় ২২ গজে নামবেন টাইগাররা।

সদ্য পাকিস্থান জয় করা টাইগারদের এবারের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সফলভাবে ভারত মিশন শেষ করার লক্ষ্যে আগামীকাল মাঠে নামার পূর্বেই উইকেট সম্পর্কে ভালো ভাবে দেখে নিয়েছেন বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত।

চেন্নাইয়ের উইকেট সম্পর্কে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কাপ্তান বলেন,’ উইকেটের বিষয়ে যতটুকু দেখে বুঝেছি উইকেট ভালো হবে। পেস বা স্পিন এটা নিয়ে কথা বলতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব কাল উইকেট মানিয়ে নেওয়ার চেষ্টা করব। পেস এবং স্পিন এই দুই দিক থেকেই দল ভারসাম্যপূর্ণ। তাই চিন্তার কোনো কারণ হবে না।’

আরও পড়ুন: চলে গেলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ‘তোতো

এসজি বলে খেলার বিষয়ে বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি। এখানে আসার পরও এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে। মোটামুটি অনেক সুন্দরভাবেই প্রত্যেক ব্যাটার মানিয়ে নিয়েছে। তাদের বোলিং অ্যাটাক ভালো,তাই চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা সবাই তৈরি। বল নিয়ে খুব বেশি ভাবার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। অনেক দিন ধরে সবাই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এ ধরনের বিষয় সবার মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে।’

এছাড়াও ব্যাটারদের সম্পর্কেও সংবাদ সম্মেলনে বলেন শান্ত। ব্যাটারদের উপর বিশ্বাস রেখেই তিনি বলেন, ‘ দারুণ একটা সিরিজ আমরা শেষ করে আসলাম। খুব ভালো অবস্থানে আছে আমাদের সেটআপ । টপ অর্ডাররা রান করেনি? সাদমান একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, জাকিরেরও একটা ভালো ইনিংস ছিল। যে যে অবস্থানে ব্যাট করছে ভালো করছে। মুশফিক ভাই, লিটন, মিরাজ… খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। টপ অর্ডারের চার ব্যাটার ভালো করার সামর্থ্য রাখে।’

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট