Connect with us
ক্রিকেট

দেশ ছাড়ার আগে ভারত সিরিজ নিয়ে যা বললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার লক্ষ্যে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে বিমানবন্দরে শেষবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশ ছাড়ার আগে ভারত সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন তিনি।

সম্প্রতি পাকিস্তানে গিয়ে তাদের হারানোর পর বর্তমানে আত্মবিশ্বাসের করছে বাংলাদেশ দল। ভারত নিজেরাও টাইগারদের নিয়ে কাছে বেশ সাবধানে। বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। এবার দেশ ছাড়ার আগে শান্ত বললেন, বাংলাদেশ জিতুক সেটাই তাদের পরিকল্পনা।

সংবাদমাধ্যমকে টাইগার অধিনায়ক বলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার জন্য।’

তবে ভারতের বিপক্ষে এই সিরিজ বেশ কঠিন হবে বলে মনে করেন শান্ত, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়।’

পরিস্থিতি বুঝে ম্যাচের পরিকল্পনা করা হবে। তবে শেষ দিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে বলে জানান তিনি, ‘তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’

টেস্ট সিরিজের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও কিভাবে বাংলাদেশ। এরই মধ্যে ভারতের বিপক্ষে টেস্ট সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে দেয়া হয়েছে ১৬ সদস্যের টেস্ট দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন।

এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর ধারাবাহিক ভাবে খেলা হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।ম্যাচ তিনটি যথাক্রমে খেলা হবে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে। টেস্ট ম্যাচ গুলো সকাল ১০টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরও পড়ুন: রাতে ব্রাজিলের সেমিফাইনালে যাওয়ার পরীক্ষা, ম্যাচ দেখবেন যেভাবে

ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট