ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে এখনও যাত্রা শুরু করেনি বাংলাদেশ। কাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে লাল-সবুজের দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হতে দেরি হওয়ায় প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছে দল। এছাড়া অন্যান্য ম্যাচের চিত্র দেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনাও হয়তো করছে তারা। বিশ্বকাপের আগে টাইগারদের প্রস্তুতি ঠিকঠাক হয়েছে কি না এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে করা হয়েছিল নাজমুল শান্তকে।
এ প্রশ্নের জবাবে টাইগার কাপ্তান শান্ত ইতিবাচক উত্তরই দিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেন, ‘সবাই ভালোমতো প্রস্তুত। ফ্যাসিলিটিজ যতটাই ছিল, আমরা নেয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই। এরপরও যতটা ভালো নেয়া যায় প্র্যাকটিসে থেকে, ততোটা নেয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, সবাই খুব ভালোমতোই প্রস্তুত আছে।’
এদিকে চলমান বিশ্বকাপে উইকেট বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভাব হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে উইকেট কেমন হতে পারে বা এটা চিন্তার কি না? এমন প্রশ্নে শান্ত বলেন, ‘এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে- সেই স্কিলের ওপর বিশ্বাস করে খেললেই হবে।’
এমন কন্ডিশনে বাংলাদেশে কিভাবে ভালো করতে পারে এবং তাদের পরিকল্পনা কি হতে পারে সে বিষয়ে শান্ত জানান, ‘এই কন্ডিশনে কীভাবে আমরা একটি ভালো শুরু পেতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা আগে ব্যাটিং করি। যদি বোলিং করি বোলারদের লক্ষ্য থাকবে আমরা কীভাবে দ্রুত উইকেট নিতে পারছি।’
তবে ভালো করতে হলে উইকেট এর সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়টিকে সামনে আনলেন তিনি। নাজমুল হোসেন শান্ত যোগ করেন, ‘কালকে যখন খেলাটা শুরু হবে, এগুলো দ্রুত মানিয়ে নিতে হবে। আমার মনে হয় না এই উইকেটটা নিয়ে চিন্তার কোনো কারণ আছে। যার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে শান্ত বাহিনী। এছাড়া বিশ্বকাপে নিজেদের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
আরও পড়ুন: সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক
ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/এফএএস