Connect with us
ক্রিকেট

ভারতের কাছে পরাজয়ের পর যা বললেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা টপকে উঠে এসেছিল সুপার এইট পর্বে। এই রাউন্ডের অর্জন গুলোকে টাইগার কোচ বোনাস হিসেবে মনে করলেও প্রথম দুই ম্যাচ খেলে প্রাপ্তি শূন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শেষ আটের মিশন শুরুর পর ভারতের কাছেও হেরে একপ্রকার বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে বাংলাদেশ।

গতকাল এন্টিগায় শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। বিরাট-হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৪৬ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। লজ্জার এই হারের পর সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন টাইগার অধিনায়ক শান্ত।

হারের কারণ হিসেবে নিজেদের ব্যাটিংকে দায় দিলেন তিনি, ‘আমরা যখন ভারতকে ব্যাটে পাঠিয়েছিলাম তখন ১৬০-১৭০ রান হবে ভেবেছিলাম। কিন্তু তারা ভাল ব্যাটিং করেছে তাদের কৃতিত্ব এটা।’ আবহাওয়া এবং বাতাসের সমস্যা কিনা প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি একটি সমস্যা, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’ 

পাওয়ার প্লেতে রান করতে না পারা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার কারণ বলেও মনে করেন শান্ত। তিনি বলেন, ‘যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল।’ নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘অবদান রাখার চেষ্টা করি তবে খেলা শেষ করে আসার দরকার ছিল।’ 

চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং মানসম্মত না হলেও টাইগার বোলাররা ছিলেন ধারাবাহিক। যতটুকু সাফল্য এসেছে টুর্নামেন্টে তা বোলিং বিভাগেরই কল্যাণে। তাই টাইগার দুই বোলারের প্রশংসা করে শান্ত বলেন, ‘এই টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি।’

আরও পড়ুন: একই বলে দুবার আউট হয়েও ‘নট আউট’! ভিডিও ভাইরাল

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট