Connect with us
ক্রিকেট

সিরিজ জিতে শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদযাপন, কী বললেন শান্ত

What Shanto Said about Sri Lanka's 'timed out' celebration
সিরিজ জয়ের পর শিরোপা নিয়ে উদযাপন করছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ‘টাইমড আউট’ নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এই বিতর্কিত আউটের রেশ এখনো কাটেনি। চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও দেখা গেছে ‘টাইমড আউট’ সেলিব্রেশন।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ এর শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সেই ম্যাচে সাকিবকে আউট করে হাতে টাইম দেখিয়ে উদযাপন করেছিলেন ম্যাথিউজ। এবার সেই উদযাপনই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শনিবার (০৯ মার্চ) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধান জিতে নিয়েছে সফরকারীরা। ম্যাচ শেষে ট্রফি নিয়ে আবারো সেই আলোচিত ‘টাইমড আউট’ উদযাপন করেন লংকানরা। এই উদযাপন নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘আগ্রাসীভাবে সামলানোর কিছু নেই। ওরা ওই ‘টাইমড আউট’ নিয়েই তো ইঙ্গিত করেছে? আমার মনে হয় ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমি মনে করি ওদের বের হওয়া উচিত, বর্তমানে থাকা উচিত। আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশিই মাতামাতি করছে, করুক। এবে এটা নিয়ে আমরা চিন্তিত নই।’

আজ সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জবাবে ১৪৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা।

আরও পড়ুন: ‘মাহমুদউল্লাহ যেভাবে জাতীয় দলে কামব্যাক করেছে তা প্রশংসনীয়’ 

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট