Connect with us
ক্রিকেট

নেপালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন শান্ত

What Shanto said after the thrilling win against Nepal
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও নেপালের মধ্যকার রোমাঞ্চ ছাড়ানো ম্যাচে শেষ হাসি হেসেছে নাজমুল হোসেন শান্তরা। স্বল্প রানের পুঁজি নিয়েও নেপালিদের ২১ রানে হারিয়ে সুপার এইটের টিকিট কেটেছে টাইগাররা।

সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে প্রথমে ব্যাট করে ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে মুস্তাফিজ-তানজিমদের আগুন ঝরানো বোলিংয়ে নেপালকে মাত্র ৮৫ রানেই আটকে দেয় টাইগাররা।

এ ম্যাচে একাধিকবার চালকের আসনে ছিল নেপাল। তবে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ের কারণে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এ জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।

Bangladeshi Cricket Fans

নেপালকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ দ্বিগুণ করেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত 

ম্যাচশেষে তিনি বলেন, ‘প্রথম রাউন্ডে আমরা যেভাবে খেলেছি, আমরা খুব খুশি। আশা করি আমাদের বোলিং পারফরম্যান্স পরবর্তীতে এরকম থাকবে। আমরা খুব বেশি রান করতে না পারলেও বিশ্বাস ছিল যে আমরা জিততে পারব। যেভাবে আমরা বোলিং করেছি, আমরা জানতাম এই রান থেকেই জিততে পারব।’

আরও পড়ুন: 

» সাকিব-ফিজদের বোলিং দাপটে নেপালকে হারিয়ে সেরা আটে বাংলাদেশ

» ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছেন শান্ত ভাই : তানজিম সাকিব

ব্যাটিং বাদে সবমিলিয়ে এদিন বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বিশেষ করে পেসারদের আক্রমণাত্মক বোলিং এবং ফিল্ডাররাও ছিল অসাধারণ। তাদের প্রশংসায় শান্ত বলেন, ‘আজ ফিল্ডাররাও ভালো করেছে। আমাদের সবকিছুই ঠিক হয়েছে। আমাদের পেসাররা সত্যিই দারুণ করেছে। এই ফরম্যাটে বোলিং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পরবর্তী ম্যাচেও তাদের পারফরম্যান্স এমনই থাকবে। এই ধরনের টুর্নামেন্টে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এ জয়ের মোমেন্টাম ধরে রেখে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে পারব।’

এদিন ব্যাট হাতে ব্যর্থ হলেও ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন শান্ত। মুস্তাফিজের ওভারে কুশাল মাল্লার দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন টাইগার কাপ্তান, যা ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট