Connect with us
ক্রিকেট

জিম্বাবুয়ের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন শান্ত

What Shanta said after taking responsibility for the loss to Zimbabwe
নাজমুল হোসেন শান্ত। ছবি- বিসিবি

টেস্ট ক্রিকেটে দারুণ এক বছর পার করেছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ এবং বছরের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল টাইগাররা। তাই এ বছর এক নতুন বাংলাদেশকে দেখার প্রত্যাশায় ছিল দেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু ভক্তদের হতাশ করেছেন শান্তরা।

বছরের প্রথম টেস্টেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে শান্তরা। ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। সেটাও আবার বাংলাদেশের মাটিতেই।

সিলেটে আজ বুধবার (২৩ এপ্রিল) প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তের নাটকীয়তার পর ৩ উইকেটে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

টেস্ট ক্রিকেটে দারুণ খেলতে থাকা বাংলাদেশ মাত্র ৪ দিনেই জিম্বাবুয়ের কাছে হেরে গেছে। এমন লজ্জাজনক হারের পর সমালোচনার মুখে বাংলাদেশ দল। তবে এই হারের দায়ভার নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন:

» শরফুদ্দৌলা সৈকতকে ঘিরে সুখবর, নিষিদ্ধ হচ্ছেন হৃদয়

» প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়লেন মিরাজ 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একাই ম্যাচটি হারিয়েছি। এই হারের দায়ভার আমি নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি আরও সময় নিয়ে ব্যাট করতে পারতাম। আমি অধিনায়ক হিসেবে ম্যাচটা হারিয়ে দিয়েছি। সত্যি বলতে সকালের আউটটাতে পুরো খেলাটা নষ্ট হয়ে গিয়েছিল।’

তবে এই হারকে তেমন বড় আপসেট হিসেবে দেখছেন না শান্ত। বাজে পারফরম্যান্সের কারণেই বাংলাদেশ হেরেছে বলে মনে করেন এই তারকা। টাইগার কাপ্তান বলেন, ‘এমন হার অবশ্যই বেশ হতাশাজনক। যদি পুরো ম্যাচে আমাদের পারফরম্যান্স বিশ্লেষণ করি, আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি। যার কারণে ম্যাচটা হেরেছি। এটাকে অতিরিক্ত আপসেট মনে হচ্ছে না, তবে আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়। ৮২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে এবারও ব্যাটিং ব্যর্থতায় ২৫৫ রানের বেশি করতে পারেনি টাইগাররা। ফলে টার্গেট দাঁড়ায় ১৭৪ রানের, যা ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট