ক্রিকেট মাঠে নিজের সেরা ছন্দে নেই সাকিব আল হাসান। মাঠের বাইরেও প্রতিনিয়ত হচ্ছেন সমালোচনার শিকার। মূলত ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন পর্যন্ত দেশের ক্রান্তিলগ্নে পুরোটা সময় জুড়ে নিশ্চুপ ছিলেন দেশের ক্রিকেটে সবথেকে বড় পোস্টার বয়। সাকিবের এমন নীরবতা নিয়ে সমালোচনার মাঝে এবার দেখা দিয়েছে তাকে নিয়ে নতুন গুঞ্জন।
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ভিডিও ক্লিপ ও ছবি। যেখানে দেখা যায় সাকিব কোন ভিন্ন নারীর সঙ্গে ঘোরাফেরা করছেন। অনেকের মতে ভিডিও বা ছবিতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। আর যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় সর্বত্র।
সাকিব আল হাসানের সঙ্গে তার সহধর্মিনী উম্মে শিশিরের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও শুরু হয় রাতারাতি। আর এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিলেন শিশির নিজেই। তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে সাকিব আল হাসানের সঙ্গে কোন ছবি দেখা যায়নি। যাতে করে নেটিজেনদের মনে জাগে অসংখ্য প্রশ্ন। আর সকল প্রশ্নের জবাব সাকিব স্ত্রী শিশির নিজেই আজ সকালে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন।
সাকিব ও তার তিন সন্তানের সঙ্গে এক ছবি ফেসবুকে পোস্ট করে তার ক্যাপশনে শিশির লিখেন, ‘তার (সাকিব) ক্যারিয়ার এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে, আমি তা অস্বীকার করব না। প্রত্যেকেরই কথা বলার নিজস্ব স্বাধীনতা আছে। আপনি যদি চান তার সমালোচনা করুন! কিন্তু দয়া করে আমাদের সম্পর্কের সাথে এটি গুলিয়ে ফেলবেন না। সে একজন অসাধারণ স্বামী ও পিতা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং বিশ্বস্ত ছিল। আর সে কখনও এমন কিছু করবে না, যা আমায় আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’
সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে শিশির বলেন, ‘তার বাইরে ঘোরাফেরা বিষয়ে আমি সবসময়ই জানি, আর বেশিরভাগ সময় সে আমার সঙ্গেই থাকে। ১৩ বছর আগে আমি যে মানুষটিকে দেখেছিলাম, সে আজও তেমনটাই আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার যোগ্য। আর আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আমার সুন্দর একটি পরিবার আছে।’
এরপর অনলাইনে গুঞ্জন না ছড়াতে অনুরোধ করে শিশির লিখেন, ‘দয়া করে এসব গুজব ছাড়ানো বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সবকিছু বিশ্বাস করবেন না। কিছুদিন ‘কাট এন্ড পেস্ট’ ছবি দেখে পুরো গল্প বিচার করবেন না। যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।’
তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে বাধ্য হয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে ফোকাস করার সময়, আর আমার নিজের পরিবারের দিকে। আমরা সবসময়ই একটা টিম হিসেবে ছিলাম, আর তেমনটাই থাকব ইনশা-আল্লাহ।’
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাকিব আল হাসানের সঙ্গে পুরনো ছবি না দেখা যাওয়ার বিষয়েও পরিষ্কার করেছেন শিশির। দীর্ঘ স্ট্যাটাসের শেষে তিনি জানিয়েছেন নিজের একাউন্ট থেকে কোন প্রকার ছবি ডিলিট করা হয়নি, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কারো সম্পর্ককে বিচার করতে পারে না।’
আরও পড়ুন: অভিষেক ম্যাচেই এমবাপ্পের গোল, শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এফএএস