বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করার পর বলেছিলেন যে জাতীয় দলের সাথে যুক্ত করা দেশীয় কোচদের। সেই কথার বাস্তবায়নও করেছেন তিনি। গত ৫ নভেম্বর বিসিবি সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। দায়িত্ব পাওয়ার পর আজ (শুক্রবার) প্রথমবারের মতো বিসিবি প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন তিনি। যদিও এখনও সরাসরি কোনো গণমাধ্যমের মুখোমুখি হয় নি সালাউদ্দিন।
বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সালাউদ্দিন বলেছেন, ‘আমরা সবাই সবসময়ই একটা কথা বলে থাকি যে, এখন বাংলাদেশের ক্রিকেট যে পর্যায়ে আছে সেখানে নিয়ে এসেছেন সাকিব,তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফিরা। এখন তারা যেখানে রেখেছে সেখান থেকে এগিয়ে নিয়ে যেতে না পারলে দেশের ক্রিকেটের উন্নতি হবে না। এদের পরবর্তী যারা আসবে তারা এদের থেকেও ভালো খেলোয়াড় হতে পারে।কারণ সাকিব-তামিমদের থেকেও এরা এখন বেশি সুবিধা পাচ্ছে। এখন খেলোয়াড়রা শারীরিক-মানসিক উভয়ভাবে শক্তিশালী। ফলে তাঁরা ভালো কিছুই করবে।’
এসময় তিনি আরও বলেন যে, যখন অনুর্ধ্ব-১৯ দলের কোনো খেলোয়াড়কে নিজের লক্ষ্য জানতে চাওয়া হয় তখন সে বলে যে জাতীয় দলে খেলতে চাই। তখনই ওই খেলোয়াড়ের লক্ষ্য কিন্তু থেমে যায়। স তখন আর বড় মাপের খেলোয়াড় হতে চাওয়ার লক্ষ্যটা থাকে না তাঁর মাঝে। এতদিন ধরে অনেকে জাতীয় দলে খেললেও তাঁরা জানে না তাঁদের লক্ষ্য কি হওয়া উচিত। তাই তরুণদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে। এটা ড্রেসিংরুমে এবং ড্রেসিংরুমের বাইরে মোটিভেট করার মাধ্যমে করতে হবে।তাদের বোঝাতে হবে জাতীয় দলে ভালো করতে পারলে তাদের ভবিষ্যত আরো ভালো হবে।’
এসময় দেশীয় কোচদের সুযোগ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘শুনেছি বোর্ড অনেকদিন ধরে বলে আসছে দেশীয় কোচ কাজ করার সুযোগ দিবে। এখন আমি যদি আমার জায়গা থেকে সেই কাজটা ভালোভাবে করতে পারি। তাহলে আমার দেশের বাকি কোচদের জন্যও ভালো সুযোগ তৈরি হবে। ফলে আমাদের দেশীয় কোচদের উপর বোর্ডের আস্থা বাড়বে, মানুষও দেশীয় কোচদের মান বুঝবে, কোচরা নিজেরাও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো আত্মবিশ্বাস পাবে। এখন যদি আমি আমার কাজের মাধ্যমে এসকল বিষয়গুলো যথাযথভাবে করতে পারি। তাহলে আমাদের পরবর্তী কোচদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে। পথপ্রদর্শকের দায়িত্ব পেয়েছি আমি। সেটা যথাযথভাবে পালন করবো।’
উল্লেখ্য জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি তিনি। চলতি মাসে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে নিজের পথ চলাকে নতুন করে শুরু করতে চলেছেন দেশসেরা এই কোচ।
আরো পড়ুন : চার পেসার নৈপুণ্যে অজিদের বিপক্ষে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৪/এসআর