ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মিচেল স্টার্ক। আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ দামে তাকে কিনে নিয়েছিল দলটি। এমনকি তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স ভর করেই ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলেছিল কেকেআর। তবে এবারের আসরে তাকে রাখছে না বর্তমান চ্যাম্পিয়নরা।
আইপিএলের নতুন আসরকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি শুরু করে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। প্রথমবারের মতো সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা নিলাম। তাছাড়া নতুন আসরে বেশ কয়েকটি নতুন নিয়মও যুক্ত হয়েছে।
আইপিএলের মেগা নিলামের আগে ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। গত ৩১ অক্টোবর ক্রিকেটারদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে ১০টি ফ্রাঞ্চাইজি। তবে কলকাতার ছয় ক্রিকেটারের তালিকায় জায়গা হয়নি স্টার্কের। এ নিজের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অজি পেসার।
আরও পড়ুন:
» ডার্বিতে জিতেও সন্তুষ্ট নন বার্সা কোচ
» চলতি মাসেই জাতীয় দলে যোগ দেবেন সালাউদ্দিন!
‘দ্য টেলিগ্রাফ’ কে স্টার্ক বলেন, ‘আমি এখনো তাদের (কেকেআর) কাছ থেকে কোনো বার্তা পাইনি। আসলে এটাই ফ্রাঞ্চাইজি ক্রিকেট। হায়দরাবাদের ট্রাভিস হেড ও প্যাট কামিন্স ছাড়া সবার নাম নিলামে উঠবে।’
গত আসরে কলকাতার হয়ে শুরুতে বাজে পারফরম্যান্স করেছিলেন স্টার্ক। শুরুর দিকে বল হাতে বেশ খরুচে হওয়ার পাশাপাশি উইকেটও পাচ্ছিলেন না এই পেসার। তবে ধীরে ধীরে নিজের রূপে ফিরে আসেন এই তারকা। বিশেষ করে প্লে-অফে তার গুরুত্বপূর্ণ অবদানেই শিরোপা ধরা দেয় কেকেআর শিবিরে। পুরো টুর্নামেন্ট ১৩ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে তার ওভারপ্রতি ইকোনমি ছিল দশের বেশি।
কলকাতা দেশি ক্রিকেটারদের মধ্যে রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা, রামানদীপ সিংকে ধরে রেখেছে। এছাড়া বিদেশিদের মধ্যে দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে রেখে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/বিটি