Connect with us
ক্রিকেট

‘ট্রল থেকে স্টার হওয়া’ প্রসঙ্গে যা বললেন তাইজুল ইসলাম

Taijul islam
তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে। সেই সঙ্গে সাকিবকে পেছনে ফেলে হয়েছেন হয়েছেন দেশের হয়ে দ্রুততম ২০০ উইকেট তোলার মালিক। টেস্টে সফল বোলার হলেও বাকি দুই ফরম্যাটে পর্যাপ্ত সুযোগ পান না। ফলে রয়েছে কিছুটা কষ্টও রয়েছে মনে।

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘আমাদের দেশটা বড় অদ্ভুত। আপনি দেখবেন এদেশে এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি ভালো খেলে না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ট্রলের শিকার হতে হতে তারকা খেলোয়াড় হয়ে যায়। আবার অনেকে নিয়মিত ভালো পারফর্ম করলে লাইমলাইটে আসতে পারে না। আড়ালে থেকে যায়। এটা বহু বছর ধরে চলে আসছে। এখন আমি এটা মেনে নিয়েছি। সত্যি বলতে এসব বিষয় মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।’

এসময় সাংবাদিকরা তার ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করলে তাইজুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছে আমার ক্যারিয়ার। আমার এত বেশিও খারাপ না। আসলে সত্য কথা বলতে সব কন্ডিশনে তো একটা দল তিনটা স্পিনার নিয়ে খেলাতে পারবে না। আমার মনে পড়ে না দলের প্রয়োজনের বাইরে গিয়ে কখনও একটা বা দুইটা স্পিনার খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদি নিয়মিত খেলতাম তাহলে হয়তো কিছু ম্যাচ বেশি খেলা যেত। কিন্তু যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ।’

এসময় ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তাইজুল বলেন, ‘এটা আসলেই আমার জন্য ভালো লাগার একটা বিষয়। আমরা খুব বেশিদিন টেস্ট খেলি না যে অন্যদের মতো ২০০ উইকেট পাওয়া ক্রিকেটার অনেক বেশি থাকবে। ২ জন আছি তার মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ। তবে এটা গর্বের বিষয় না কারণ পৃথিবীতে অনেক খেলোয়াড় আছে যাদের ৩০০-৪০০ উইকেট রয়েছে।’

উল্লেখ্য বাংলাদেশের হয়ে সবার প্রথমে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আজ (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন তাইজুল।

আরো পড়ুন : মিরপুরে একদিনে পড়ল ১৬ উইকেট, যা বললেন রাবাদা

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট