বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট চলমান রয়েছে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। এই টেস্টের প্রথম দুদিনই বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, দিনটা শেষ করতে পারেনি সেভাবে। সব থেকে হতাশজনক ছিল টাইগারদের ব্যাটিংয়ে প্রথম ইনিংসের বিপর্যয়। যা উঠে এসেছে তামিম ইকবালের কণ্ঠেও।
বাংলাদেশের ওপেনার বেটার তামিম ইকবাল দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকলেও বর্তমানে তিনি আছেন ভারত সফরে। তবে মাঠের ক্রিকেটে নয়, কাজ করছেন পর্দার আড়ালে ধারাভাষ্য কক্ষ থেকে। প্রতিনিয়ত টিভিতে খেলা দেখতে বসলে শোনা যাচ্ছে তামিম ইকবালের কন্ঠ।
বাংলাদেশের দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান নিজের হতাশার কথা। তিনি নিজেও ভাবেননি এত অল্প রানে গুটিয়ে যাবে বাংলাদেশ। তামিমের চাওয়া ছিল শান্ত-মুশফিকরা যেন লড়াই জমিয়ে তোলার মতো রান স্কোরবোর্ডে জমা করেন। তবে তেমন কিছু করতে না পারায় টাইগার ব্যাটারদের ভুল শট সিলেকশনকে তাই করলেন তিনি।
তামিম বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো রান হবে। আজ উইকেটে তেমন কিছু ছিল না প্রথম দিনের তুলনায়। সে কারণে তো হতাশ অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি রান করুক, যাতে খেলাটা আরেকটু রোমাঞ্চকর হয়।’
তামিম মনে করেন চেন্নাইয়ের উইকেট এদিন খুব বেশি কঠিন ছিল না। বাংলাদেশের এমন ভরাডুবিতে সতীর্থ ক্রিকেটারদের ভুল শট সিলেকশনের কথা উল্লেখ করার পাশাপাশি ভারতীয় বোলারদের প্রশংসা ঝরিয়েছেন এই ওপেনার। বিশেষ করে জসপ্রিত বুমরাহর কথা বলেছেন, যিনি একাই তুলে নিয়েছেন টাইগারদের ৪ উইকেট।
তিনি বলেন, ‘উইকেট কঠিন ছিল এটা বলব না। কিন্তু কিছু দারুণ ডেলিভারি ছিল, আবার আমাদের বাজে শট সিলেকশনও ছিল কিছু। সুতরাং এটা একটু মিক্সড ছিল। উইকেটে একেবারে সুবিধা যে পায়নি তেমন না, নতুন বলে কিছুটা সুবিধা পেয়েছে। আপনি জসপ্রিত বুমরাহকে খেলছেন, সে বিশ্বের সেরা। কিছু ডেলিভারি খুবই ভালো ছিল, পাশাপাশি আমরাও কিছু ভুল শট খেলেছি।’
আজ তৃতীয় দিনের খেলায় চেন্নাইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করে টাইগাররা। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় শান্ত বাহিনী। দিনের শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তোলে ভারত। ৩০৮ রানের লিভ নিয়ে আজ ব্যাটিং শুরু করবে স্বাগতিকরা।
আরও পড়ুন: বাংলাদেশ দলের প্রশংসায় যা বললেন অশ্বিন
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/এফএএস