Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরার বিষয়ে যা বললেন তামিম

তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল খান। তবে এর মাঝে বিপিএলে খেলেছিলেন তিনি, জিতেছেন শিরোপাও। সম্প্রতি তার জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। নতুন বিসিবি সভাপতিও জানিয়েছিল, তামিমের জন্য খোলা আছে দলের দরজা।

এবার লাল-সবুজের জার্সি পুনরায় গায়ে জড়ানোর বিষয়ে কথা বলেছেন তামিম ইকবাল নিজেই। কোন প্রক্রিয়ায় তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন নিজেই। তবে কেবল কিছু সংখ্যক ম্যাচ খেলার জন্য নয়, নির্দিষ্ট কোন পরিকল্পনা থাকলেই কেবল ফিরতে চান জাতীয় দলে।

বর্তমানে ভারত সিরিজে নিয়মিত ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল। যেখানে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেভাবে আমি বিদায় নিয়েছিলাম, সেটা মোটেই সুখকর ছিল না। তাই যদি আমি আবার ফিরে আসি, তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আমি এমন কেউ নই যে শুধু চার-পাঁচটি ম্যাচ খেলার জন্য ফিরে আসব।’

ফিরে আসার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চান তামিম, ‘সবাই বলে, ‘ফিরে আসো, আমরা তোমাকে চাই’, কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলে ফিরে যাই, তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো কাজে আসবে? যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে, তবে আমরা আলোচনা করতে পারি, চিন্তা করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে বড়জোর চার থেকে পাঁচটি ওয়ানডে থাকবে এবং ওয়েস্ট ইন্ডিজে আছে তিনটি। আপনি এই ছয় থেকে সাতটি খেলার কথা বলছেন। এদিকে বর্তমানে আমার ভূমিকায় খেলছেন অন্য কেউ। তাই মাত্র কিছু ম্যাচের জন্য ফিরে আসা বোধগম্য বলে মনে করি না।’

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ কিছুর পরিকল্পনায় দলে ফেরার প্রস্তাব পেলে কী করবেন সেটাও জানিয়েছেন, ‘সেটা ভিন্ন বিষয়। যদি তারা (বিসিবি) বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত সেমিতে খেলতে চাই এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় থাকবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে।’

ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেলেও মাঠে ফেরার বিষয়ে সতীর্থ ক্রিকেটারদেরও ইতিবাচক সাড়া কামনা করছেন তামিম, ‘কথা হলো- আমি কি ক্রিকেট বোর্ডের হয়ে খেলবো, নাকি দলের হয়ে? অনুরোধ কোথা থেকে আসা উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে কিন্তু খেলোয়াড়দেরও স্বাগত জানাতে হবে।’

আরও পড়ুন: জয়ের আশায় ভারতের ঝড়ো ব্যাটিং, বাংলাদেশও দেখছে সুযোগ?

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট