Connect with us
ক্রিকেট

নেতৃত্বে আসার ব্যাপারে যা ভাবছেন তাসকিন

What Taskin thinks about coming to leadership
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তার নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন থাকলেও আসন্ন আফগানিস্তান সিরিজেও নেতৃত্বে থাকছেন তিনি। তবে আফগানিস্তান সিরিজের পরে নেতৃত্বে কোনো পরিবর্তন আসলে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে হবেন?

শান্তর পর নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যার মধ্যে আছেন তাসকিন আহমেদও। শান্ত তিন ফরম্যাটের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়ক দেখা যেতে পারে। সেক্ষেত্রে কোনো একটি ফরম্যাটে তাসকিনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে তাসকিনও দায়িত্ব নিতে প্রস্তুত। বোর্ড থেকে কোনো ফরম্যাটে তাকে নেতৃত্ব দেয়া হলে তিনি সেটা সাদরে গ্রহণ করবেন। আজ শনিবার (২ নভেম্বর) আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এই পেসার।

আরও পড়ুন:

» ইউরোপের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন সাফসেরা ঋতুপর্ণা

» আফগানিস্তান সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান হৃদয়রা 

তাসকিন বলেন, ‘কাউকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা বোর্ডের সিদ্ধান্ত। তবে বোর্ড যদি আমাকে দায়িত্ব দেয়, তবে কেন নয়?’

এছাড়া আসন্ন আফগানিস্তান সিরিজে ভালো খেলা উপহার দিয়ে খারাপ সময়গুলো ভুলে যেতে চান এই পেসার, ‘এই সিরিজে ভালো কিছু হবে। এই সিরিজে ভালো খেলতে পারলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’

আফগানিস্তান তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। তাই তাদের বিপক্ষে জেতা বেশ চ্যালেঞ্জিং হবে। তবুও এই সিরিজে জয় পেতে চান তাসকিনরা, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই সিরিজ চ্যালেঞ্জিং হবে। তবে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট