সুপার এইট পর্বের শেষ ম্যাচের উপর নির্ভর করছিল তিন দলের সেমিফাইনালে ওঠার স্বপ্ন! গ্রুপ ওয়ান থেকে ভারত গতকালই টানা তিন জয়ের কল্যাণে সেমির টিকিট কেটে ফেলে। ফলে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ – তিন দলেরই সেমিফাইনালে যাওয়ার দরজা নানান সমীকরণের মারপ্যাঁচে উন্মুক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত নিজেদের সমীকরণ মিলিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে উঠেছে আফগানিস্তান।
প্রথম ইনিংসে বল হাতে কাজটা ঠিকঠাক মতই সেরে ফেলেছিল বাংলাদেশ। ১১৫ রানেই আটকে ফেলে টাইগার বোলার। শেষ চারে কোয়ালিফাই করতে বাংলাদেশের ১২.১ ওভারে লক্ষ্য টপকানোর প্রয়োজন ছিল। এই সমীকরণ মেলানো তো দূরে থাক, বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নাজমুল শান্তরা উল্টো ৮ রানে হেরে গিয়েছে। এতে টাইগারদের পাশাপাশি কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। আর প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানরা।
জয়ের ব্যাপারে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা পরিকল্পনার চেয়ে ১৫ রান কম করেছিলাম। তবে আমরা জানতাম বাংলাদেশ ব্যাট চালিয়ে খেলবে। আর তখনই আমরা সুযোগগুলো কাজে লাগাবো। জয়ের জন্য আমাদের অতিরিক্ত কিছুই করতে হয়নি। আমরা শুধু আমাদের পরিকল্পনা মাফিক খেলেছি।’
আরো পড়ুন : বাংলাদেশের হারে বিশ্বকাপে অজিদের স্বপ্নভঙ্গ, অবসরে গেলেন ওয়ার্নার
‘আমরা যে সেমিতে খেলতে পারি এটা তেমন কেউই বিশ্বাস করতে পারেনি, একমাত্র ব্রায়ান লারা ছাড়া৷ আমরা তার কথা রেখেছি। এর আগে এক পার্টিতে আমরা লারাকে জানিয়েছিলাম, আমরা তাকে হতাশ করবো না’ – যোগ করেন রশিদ।
আফগানিস্তানের মানুষদের নিয়েও মন্তব্য করতে ভোলেননি এই তারকা অলরাউন্ডার, ‘আমরা দেশের লোকদের অসাধারণ কিছু উপহার দিতে চেয়েছিলাম। এজন্য দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। দেশে এখন উৎসব চলছে যা আমাদের জন্যও অনেক বড় এক অর্জন। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আমরা সেমিফাইনালে খেলেছি তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপের সেমিতে খেলা আলাদা গৌরবের। আমি ভাষা হারিয়ে ফেলছি।’
উল্লেখ্য, আজকের খেলায় আফগানদের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ১৭.৫ ওভারে ১০৫ রান তুলতেই সবকটি উইকেট হারায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/এমএস