Connect with us
ফুটবল

মেসির বাড়িতে দুঃখজনক সেই ঘটনা নিয়ে যা বললেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট

লিওনেল মেসির বাড়ি। ছবি- সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ব আক্রোশের জেরে কিংবা ক্ষোভের কারণে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিক্ষোভকারীদের হামলার ঘটনা দেখা যায়। এবার তেমনই এক হামলার ঘটনা ঘটেছে ফুটবল তারকা লিওনেল মেসির বাড়িতে। তবে এই হামলার ঘটনা ঘটিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘ফুতোরো ভেজেতাল’।

মূলত পরিবেশ বিপর্যয়ের কারণ দেখিয়ে স্পেনের ইভিজা দ্বীপে মেসির মনোরম ও সৌন্দর্যময় বাড়িটি ভেঙে দেয় এক দল বিক্ষোভকারী। সম্প্রতি গত ৬ আগস্ট এমন ঘটনা ঘটে। হামলার ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনটি। যেখানে দেখা যায় মেসির বাড়ির দেওয়ালে একাধিক প্রতিবাদী স্লোগান লিখে দিয়েছেন বিক্ষোভকারীরা।

বার্সেলোনায় খেলাকালীন স্পেনে এই বাড়িটি গড়েছিলেন মেসি। পরিবেশবাদী সংগঠনের দাবি তার এই বাড়ির পরিবেশের ক্ষতি করছে। মেসিকে আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তারা। সংগঠনের প্রকাশিত ভিডিওতে দেখা যায় লাল-কালো রঙের স্প্রেতে বাড়ির দেয়ালে লেখা, ‘দয়া করে পৃথিবীকে সাহায্য করতে এগিয়ে আসুন। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’

মেসির বাড়িতে হামলা করার এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তিনি লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের প্রতি অন্যায় করছে। তারা লিওনেল মেসির বাড়ি ধ্বংস করে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের নিন্দা জানিয়ে আমি সংহতি জানাচ্ছি মেসির পরিবারের প্রতি।’

মিলেই সেই পোস্টে আরও লিখেন, ‘আমি পেদ্রো সানচেজের সরকারের কাছে স্পেনে বসবাসরত আমাদের আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। কমিউনিস্টরা সফল ব্যক্তিদের প্রতি নিজেদের হিংসা, ঘৃণা ও বিরক্তির আদর্শ ফুটিয়ে তুলছে। আমাদের এই স্বাধীন ও সভ্য জগতে তাদের কোন ঠাঁই নেই।’

পরিবেশবাদী এই সংগঠনটি ২০২২ সাল থেকেই নানা ধরনের আন্দোলন করে আসছে। ভূমধ্যসাগরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যের লীলাভূসি ইভিজাতে ১ কোটি ২০ লাখ ডলার খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম দাবি, মেসির এই সম্পত্তির দলিলসংক্রান্ত কিছু জটিলতা আছে। এমনকি তার বাড়ির কিছু অংশ অবৈধ অংশের ওপর নির্মিত হয়েছিল।

আরও পড়ুন: বিসিবির ভবিষ্যত নিয়ে উদ্বেগ, কোথায় আছেন পাপন?

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল