Connect with us
ক্রিকেট

বুমরাহর বোলিংয়ের প্রশংসা করে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Jasprit Bumrah Australian PM
বুমরাহর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠে কখনও সুইং, কখনও ইয়র্কার দিয়ে ব্যাটারদের বুকে কাঁপন ধরানো বোলারদের মধ্যে অন্যতম ভারতের বর্তমান সময়ের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। সাম্প্রতিক সময়ে তিনি হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অজি ব্যাটারদের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় এই পেসার।

চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম চার টেস্টে ৩০ বার অজি ব্যাটারদের উইকেট তুলে নিয়েছেন এই পেসার। বুমরাহর এমন অতি মানবীয় পারফরম্যান্সে শুধু সাধারণ অস্ট্রেলিয়ানরাই নয় বরং মুগ্ধ হয়েছেন স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সিরিজে ৪ ম্যাচে ৩০ উইকেট তুলে নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারিও বুমরাহ। এসময় প্রতিটা উইকেট নিতে তিনি খরচ করেছেন ১২.৮৩ রান।


আরও পড়ুন :

» সিডনি টেস্টে রোহিতকে বাদ দিয়েই একাদশ সাজাতে পারে ভারত

» তাসকিনের বোলিং তোপে টানা দ্বিতীয় ম্যাচ হারল ঢাকা


শুক্রবার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এর আগে স্থানীয় সময় গতকাল বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দুই দলের ক্রিকেটাররা। এসময় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও তাঁর বাগদত্তা জোডি হেডেনের আয়োজনে নতুন বছরের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রিকেটাররা।

অনুষ্ঠানে বুমরাহর বোলিংয়ের প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী। এসময় তিনি মজা করে বলেন, আমরা একটি বিশেষ আইন করে বুমরাহকে বাম হাতে বা এক ধাপ এগিয়ে বোলিং করার নিয়ম জারি করে দিতে পারি। কারণ চলতি সিরিজে তিনি যতবারই বল করেছে ততবারই খুবই ভয়ঙ্কর ছিলেন।

এদিকে ব্যক্তিগত পারফরম্যান্সে বুমরাহ উজ্জ্বল হলেও তাঁর দল ভারত মোটেও স্বস্তিতে নেই। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে ছিল ভারত। তবে সিরিজের ২য় ও ৪র্থ টেস্টে ভারতের বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে নেয় অজিরা। মাঝে ৩য় টেস্টে অজিরা দাপট দেখালেও বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হয়ে যায়।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভবনা বাঁচিয়ে রাখতে সিডনি টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের। ড্র করলেও সিরিজ জিতবে অজিরা।

শুক্রবার সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক আলোচনা-সমালোচনার মাঝেই সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। এরই মাঝে আরও একটি আলোচনার জন্ম দিলো ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীরের কথায়। কোচের ভাষ্য অনুযায়ী এবার সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামতে পারে ভারত।

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২০২৫/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট