বেশ কঠিন লক্ষ্যেই গতকাল ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে জিতলেই দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ ছিল নিগার সুলতানা জ্যোতিদের সামনে। তবে আসরের টপ ফেভারিট দল ভারতের কাছে কোন রকম পাত্তাই পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
চলতি নারী এশিয়া কাপের শুরুটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল নিগার সুলতানারা। তবে গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে রানার্সআপ হয়েই সেমিফাইনালে পৌঁছেছিল টাইগ্রেসরা। এর আগে টুর্নামেন্ট শুরুর আগেও হারের বৃত্তে আটকা থাকা দলটি ছিল না তেমন একটা স্বস্তিদায়ক অবস্থানে।
গতকাল শুক্রবার খেলা ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কোন প্রকার লড়াই করতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডার বিপর্যয়ে মাত্র ৮০ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগ্রেসরা। জবাবে কোন উইকেট না হারিয়েই ১১ ওভারেই লক্ষ্য পূরণ করে ফেলে ভারত। এতে করে এশিয়া কাপের প্রতিটা আসরে ফাইনাল খেলার কীর্তি ধরে রাখল তারা।
এদিকে ম্যাচ হেরে নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা, ‘টপ অর্ডাররা যদি ঠিক ভাবে রান করতে না পারে তাহলে ভালো স্কোর আশা করা কঠিন। তবে আমি মনে করি এটা মানসিক ব্যাপার। আমরা মালয়েশিয়া, থাইল্যান্ডের সঙ্গে যেভাবে খেলেছি এটা একদম ভিন্ন। অতএব আমাদের এই বিষয় নিয়ে আরো কাজ করতে হবে।’
বিগ ম্যাচে খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করার কথাও বলেন নিগার। তিনি মনে করেন দলের সকলের সক্ষমতা আছে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেও তা দেখা গেছে। তবে ভারতের মতো দলের বিপক্ষে ভিন্ন ভাবে চিন্তা করার কথা জানান, ‘সবার সামর্থ্য আছে। শুধু ব্যাপার হলো মানসিক দিক, বিশেষ করে যখন ভারতের মতো দলের সঙ্গে খেলব তখন ভিন্নভাবে চিন্তা করতে হবে।’
তবে ব্যাটিংয়ে এখনও যে দুর্বলতা আছে তা স্বীকার করছেন তিনি। বিশ্বকাপের আগে সেগুলো শুধরে নিতে চান তিনি, ‘দেখুন আমাদের ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে হবে। এর কারণে আমাদের অনেক ম্যাচ হাত ছাড়া হয়েছে, এটা নিয়ে পরিকল্পনা করছি। কিন্তু এখানে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে, বিশ্বকাপের আগে আমরা আমাদের সমস্যাগুলো ঠিক করতে পারবো।’
আরও পড়ুন: ভুটানের বিপক্ষে আজও আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৪/এফএএস