Connect with us
ক্রিকেট

তামিম প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

BCB president and tamim
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেটার তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত বছরের জুলাই মাসে চট্রগ্রামে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। কিন্তু সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার সাহায্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখা হাসিনার হস্তক্ষেপে অবসর ভাঙতে বাধ্য হন তিনি। এরপর আবারও মাঠে ফেরেন এবং খেলেন একটি ম্যাচও। কিন্তু সবশেষে ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড থেকে তাঁকে বাদ দেওয়া হয়।

বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিলো ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর লাল-সবুজের জার্সি টা গায়ে তোলা হয় নি তামিমের। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন করে মাঠে ফেরার সম্ভবনা জেগেছে তামিমের। তামিম মাঠে না খেললেও আলোচনায় রয়েছেন নিয়মিতই।

সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। এরপর থেকেই তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি আরও বেশি করে আলোচনায় এসেছে। আজ (বুধবার) বিকাল সাড়ে ৩টার সময় বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ের আগে এবিষয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে কথা বলেন বোর্ড প্রধান ফারুক আহমেদ।

এসময় ফারুক আহমেদ বলেন, ‘এবিষয়ে এখনও আমি কিছু জানি না। এছাড়াও এই মুহূর্তে সংশ্লিষ্ট বিষয়ের কোনো পর্যাপ্ত নিউজও আমার হাতে নাই। সুতরাং এ বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না।’

উল্লেখ্য আগামী ৬ নভেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ ও ১১ নভেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ – নেপাল, দেখুন সরাসরি

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট