আজকে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লাকে হারিয়ে বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ম্যাচে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে সেরা বোলার স্পিনার তাইজুল ইসলাম। নিয়েছেন লিটন দাস, অংকন এবং আন্দ্রে রাসেলের মত ‘বিগ ফিশ’দের উইকেট। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তাইজুল। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাতীয় দলের এই স্পিনার বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। ভালো খেলতে পারলে ভালো লাগাটা স্বাভাবিক। কোনো খেলোয়াড়ের উপর ভরসা ও বিশ্বাস রাখলে তার ভালো করাটা স্বাভাবিক বিষয়। খেলোয়াড়ের মধ্যে যদি ল্যাকিংস থেকে থাকে এরপরেও তাকে সাপোর্ট দেয়াটা জরুরী।’
২০ ওভারের ক্রিকেটে বল হাতে নতুন কিছু আয়ত্ত্বের ব্যাপারে তাইজুলের জবাব, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সঠিক সময়ে ছোট ছোট জিনিসগুলো এক্সিকিউট করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়মতো বাস্তবায়ন করতে পারলে সব কিছু ইতিবাচক হয়। এখানে নতুন করে আয়ত্ত্বের কিছুই নেই। ২০ ওভারের ক্রিকেটে বলের রং ভিন্ন থাকে, পেস ভ্যারিয়েশন ঠিক মত কাজে লাগানোর মত বিষয়গুলো থাকে।’
নিজের নামের সাথে টেস্ট ক্রিকেটারের ট্যাগ লাগা নিয়ে তাইজুল বলেন, ‘সবাই জাতীয় দলের হয়ে সব সংস্করণে খেলবে না এটাই স্বাভাবিক। বিশ্বের অনেক দেশেই ক্রিকেটাররা ভালো খেলার পরেও সব সংস্করণে খেলার সুযোগ পায় না। আমার সব সময় এটাই চেষ্টা থাকে, সুযোগ পেলেই নিজের সর্বোচ্চটা দিয়ে খেলা।’
আরও পড়ুন: কুমিল্লাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো তামিমের বরিশাল
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এমএ/এমএস