Connect with us
ফুটবল

ভিনির ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়ে যা বললেন ব্রাজিল কোচ

vini jr and brazil coach
ভিনিসিয়ুস জুনিয়র এবং দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

সবশেষ ২০০৭ সালে ব্যালন ডি’ অরের স্বাদ পেয়েছিল ব্রাজিল। সেই বার ব্রাজিলকে এমন গৌরবের সাক্ষী করেছিলো ব্রাজিল কিংবদন্তি কাকা। ২০০৭ সালের পর এবার ধারণা করা হয়েছিল লাতিন আমেরিকার এই দেশটির দীর্ঘ অপেক্ষা ঘুচতে চলেছে ভিনিসিয়ুস জুনিয়রের হাত ধরে। তবে এবারও ব্রাজিল সমর্থকদের পুড়তে হয়েছে আক্ষেপে।

সকলের ধারণাকে ভুল প্রমাণ করে এবারের ব্যালন ডি’অর ভিনির পরিবর্তে উঠছে রদ্রির হাতে। এত করে ভক্ত সমর্থকসহ অনেক বিশ্লেষক মনে করেন এই পুরষ্কারের একমাত্র যোগ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে। এমনকি ভিনি ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ মনে করে যে ভিনিকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ফলশ্রুতিতে প্যারিসে অনুষ্ঠিত হওয়া ব্যালন ডি’অর পুরষ্কার প্রদান অনুষ্ঠান বর্জন করেন ক্লাবটির সবাই।

এবার ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মুখ খুললেন তাঁর জাতীয় দলের কোচ জুনিয়র দরিভাল। তিনি মনে করেন ভিনির সাথে যেটা হয়েছে সেটা চরম অন্যায়। এসময় তিনি বলেন, ভিনি এমন একজন খেলোয়াড় যে পুরো মৌসুম জুড়ে তীক্ষ্ণভাবে ফুটবল খেলেছে। তাঁর ক্ষিপ্রতা ছিল দারুণ এবং পুরো মাঠ জুড়ে ভিনি ছিল দুর্দান্ত একজন খেলোয়াড়। পুরষ্কার বিতরণের আগে তাঁর সঙ্গে কথা বলেছিলাম পরে আর বলা হয় নি। এবার তাঁর সঙ্গে সরাসরি কথা বলবো আমি।’

এসময় দরিভাল রদ্রির প্রশংসা করে তার সম্পর্কে বলেন, ‘রদ্রি ফুটবলার হিসেবে দারুণ অবদান রেখেছে। সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্য অন্যতম এক নাম। নিজেকে বারবার প্রমাণ করেছে। সুতরাং সে যে পুরষ্কারটা জিতেছে তাঁর বিরুদ্ধে আমি নই বা এখানে তাঁর কোনো দোষ নেই। ভুল করেছে মূলত ব্যালন ডি’অর প্রদান কমিটি।’

এসময় দরিভাল আরও বলেন, ভিনি ব্যালন ডি’অর জিততে না পারলেও সে নিজের দেশের ভক্ত সমর্থকদের মন জিতে নিয়েছে। ব্রাজিলের মানুষ এখন বুঝতে পেরেছে যে ভিনির সাথে অবিচার করা হয়েছে। বছর জুড়ে সে যে ধরনের ফুটবল খেলেছে তাতে করে এই সম্মানটা ভিনির প্রাপ্য ছিল।’

এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে গতকাল (শুক্রবার) নভেম্বরের ফিফা উউন্ডোতে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের দল ঘোষণা করে ব্রাজিল কোচ দরিভাল।

আরো পড়ুন : আফগানিস্তান সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান হৃদয়রা

ক্রিফোস্পোটর্স/০২নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল