গত কয়েক বছর ধরে চলা ব্রাজিল ফুটবলের ঘোর অমাবস্যা যেন কাটছেই না। ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে হার দিয়ে শুরু। এরপর ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে সেলেসাও ভক্তদের মাঝে দিন দিন হতাশা যেন বেড়েই চলেছে। তবে ব্রাজিলের সোনালী দিন ফিরিয়ে আনতে আরেকটু সময় চাইলেন তাদের কোচ দরিভাল জুনিয়র।
আজ রবিবার (০৭ জুলাই) আসরের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে নয় বারের কোপা আমেরিকা জয়ী ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ গোল শূণ্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে যেখানে সেলেসাওদের ৪-২ গোলে পরাজিত করে শপষ চারের টিকিট কাটে ২০১১ সালের চ্যাম্পিয়নরা।
দলের ব্যর্থতা নিয়ে আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন সেলেসাও কোচ দরিভাল, ‘সাধারণত একটি দল তৈরি করতে গেলে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবেই। আমরা বর্তমানে দলের সংস্কার কাজ করছি। আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আর এই দলকে আমি মাত্র আট ম্যাচ কোচিং করিয়েছি। যদিও ছেলেদের থেকে আমার প্রত্যাশা আরেকটু বেশি ছিল।’
আরো পড়ুন : আজ সর্বোচ্চ সংখ্যক ফাউলের ম্যাচ দেখলো কোপা আমেরিকা
‘পেনাল্টি শ্যুটআউটের বাইরে টুর্নামেন্টে আমরা অপরাজিত ছিলাম। এটি দলের ভালো দিক তবে আমরা অনুশীলন অনুযায়ী আমাদের ফলাফল আনতে পারিনি। এজন্য আমরা খুশি নই। আমাদের ফলাফল আরও ভালো হতে পারতো। এর পুরো দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। আমি মনে করি, আমাদের দলের আরও উন্নতির সুযোগ রয়েছে’ – যোগ করেন এই ব্রাজিলিয়ান।
এছাড়াও ম্যাচে গোল না পাওয়ার ব্যাপারে দরিভালের ব্যাখ্যা, ‘আমরা আক্রমণে মাঠের দুই পাশ দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করেছি। দুর্দান্ত কিছু পাস দিয়ে সুযোগ তৈরি করতে চেয়েছি। কিন্তু আজকে আমাদের ভাগ্য তেমন সহায় ছিল না। তাদের ডিফেন্ডাররাও আজ অসাধারণ পারফর্ম করেছে, তারা রক্ষণে একদম দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিল।’
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/এমএস