চলমান বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে আসা অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়েছে সুপার এইট পর্ব থেকে। এমনকি সাবেক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নির্ভর করছিল বাংলাদেশের জয়ের উপর। ম্যাচের আগে টাইগারদের সমর্থনে অজি কাপ্তানের ‘কাম অন বাংলাদেশ’ বলাটা বেশ আলোচনারও জন্ম দিয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াও শান্ত-সাকিবদের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।
এমনকি ম্যাচ চলাকালীন পুরো অস্ট্রেলিয়া দল একসাথে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি উপভোগ করেছে। কিন্তু শেষমেশ হতাশ হতে হয়েছে তাদের। কেননা আশা জাগিয়ে ম্যাচটি ৮ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে বল হাতে দারুণ করেছিল টাইগাররা। মাত্র ১১৫ রানেই আপগানদের আটকে দেয় তারা। এই লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে পারলে বাংলাদেশের জন্য সেমিতে যাওয়ার মোক্ষম সুযোগও ছিল। কিন্তু এই সমীকরণ মেলানো তো দূরে থাক, ম্যাচটাই হেরে গেছে তারা৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ৮ রানে পরাজিত হয় টাইগাররা। সঙ্গে সুপার এইট থেকে অজিদেরও বিদায় ঘণ্টা বেজে যায়।
আরো পড়ুন : সেমিতে প্রোটিয়াদের চেয়ে আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন ট্রট
দলটির কাপ্তান মিচেল মার্শ ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে এই ম্যাচটি নিয়ে কথা বলেছেন, ‘আমরা সবাই একসাথে খেলাটি দেখেছি। দুর্দান্ত এক ম্যাচ ছিল, অনেকবার খেলার মোড় ঘুরেছে। কিন্তু ম্যাচ শেষে আমাদের হতাশ হতে হয়েছে। আমরা খুব করে চেয়েছিলাম বিশ্বকাপে টিকে থাকতে। কিন্তু আফগানিস্তান যোগ্য দল হিসেবেই সেমিতে উঠেছে। তারা আমাদেরেকে হারিয়েছে, বাংলাদেশকেও হারিয়ে যোগ্য দল হিসেবেই শেষ চারে গেছে।’
‘যে কোন দল বিশ্বকাপে টিকে থাকতে চাইবে। আর আমাদের এজন্য একমাত্র উপায় ছিল বাংলাদেশের আজকে জয় পাওয়া। কিন্তু এখানে আমাদের কোন নিয়ন্ত্রণই ছিল না, যার দায়ভারও আমাদেরই নিতে হবে’ – যোগ করেন মার্শ।
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এমএস