Connect with us
ক্রিকেট

তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ ডিপিএলে খেলা শুরুর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে হার্ট অ্যাটাক করেছেন তিনি; পরানো হয়েছে রিং। দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে।

দুপুরে সাভারের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সবাই জানি, তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন।’


আরও পড়ুন:

» তামিমের সুস্থতা কামনা করে যে বার্তা দিলেন তাসকিন-শরিফুলরা

» শহীদ রিয়া গোপের নামে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ


তিনি আরও জানান, ‘গুরুতর অবস্থা থেকে যতরকম চিকিৎসা দরকার, সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্ট ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছেন, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’

উল্লেখ্য, সকালে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তামিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রথমে মাঠেই চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় তিনি ফিরে আসেন, তবে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে স্থানীয় হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হয়।

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট