দেশের মাটিতে সর্বশেষ ১৩ ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি বাংলাদেশ। তাই বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে কঠিন পরীক্ষায় ইংল্যান্ড। তাই বাংলাদেশ সফরে এসে ইংলিশ অধিনায়ক জস বাটলার অকপটে স্বীকার করেছেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো একটু বেশিই কঠিন।
এদিকে চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া বাংলাদেশ ও ভারতের কন্ডিশন প্রায় একই। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক বললেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের বর্তমান পরিকল্পনা। এছাড়া বাংলাদেশ ও ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা হবে। তাই বিশ্বকাপের আগে এ কন্ডিশনে খেলতে চাই। দল হিসেবে এই পরীক্ষায় অংশ নিচ্ছি।’
অপরদিকে ২০১৪ সালের পর ওয়ানডেতে ঘরের মাঠে একমাত্র ইংল্যান্ডের কাছেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেটাও ২০১৬ সালে। সে সুখস্মৃতি এই সিরিজে ইংলিশদের আত্মবিশ্বাস দিচ্ছে। তবে বর্তমান বাংলাদেশকে হারানো যে কঠিন হবে তা নিজেই বললেন জস বাটলার, ‘বাংলাদেশকে ঘরের মাঠে হারানো অনেক কঠিন। ওরা সম্প্রতি ভারতকেও হারিয়েছে।’
তবে ইংল্যান্ড এখন তিন ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। বাংলাদেশের কন্ডিশনে তাদের অস্ত্র কাজে দিবে কি না, এমন প্রশ্নে বাটলার বলেন, ‘সব উইকেটেই তো আর ৪০০ রান করা সম্ভব নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা সেরাটাই খেলবো।’
আরও পড়ুন: অর্ধযুগ অপেক্ষার ফল পেল ম্যানচেস্টার ইউনাইটেড
ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৩/এসএ